টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের টপ অর্ডার কেমন হবে – তারই একটা ধারণা দিলেন বিরাট কোহলি, ভারতের অধিনায়ক। ওপেনিংয়ে ভারত ভরসা করবে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ওপর। আর তিন নম্বরে ব্যাট করবেন বিরাট কোহলি। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে ভারত।
এর অর্থ হল কোহলি নিজের জায়গাটা ছেড়ে দিচ্ছেন লোকেশ রাহুলকে। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের উদ্বোধন করেন বিরাট কোহলি। তবে, আইপিএলের পর বদলে গেল সকল পরিকল্পনা।
সোমবার আইসিসির আয়োজিত প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটের বড় ব্যবধানে হারায় ভারত। ম্যাচ শেষে কোহলি বলেন, ‘আইপিএলের আগে বিষয়টা অন্যরকম ছিল। এখন টপ অর্ডারে লোকেশ রাহুলের বাদে অন্য কিছু ভাবা মুশকিল। ও দারুণ ছন্দে আছে। অন্যদিকে রোহিতও দুর্দান্ত, ও ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। ফলে, আমিই তিনে ব্যাট করবো। প্রথম ম্যাচের আগে আমি টপ অর্ডারের ব্যাপারে শুধু এটুকু ধারণাই দিতে পারি।’
সদ্য শেষ হওয়া আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুল। সেখানে করেন ৬২৮ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কা (৩০) আসে রাহুলের ব্যাট থেকে।
কোহলি জানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে নিজেদের পরিকল্পনা গুছিয়ে এনেছে তাঁর দল। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের দল কেমন হবে সেটা মোটামুটি গুছিয়ে আনতে পেরেছি আমরা।’
এখন প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টাতে আছে ভারতীয় দল। প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে কোহলি বলেন, ‘এই ম্যাচগুলোতে আমরা সবাইকে যত বেশি সম্ভব সুযোগ দিতে চাই। সবাই যাতে সুযোগ পায় সেই চেষ্টা থাকবে। দলের মধ্যে যেন এনার্জি আর মোমেন্টাম থাকে – সেদিকে লক্ষ্য রাখছি। আমরা ক’দিন আগেই ভিন্ন ভিন্ন দলের হয়ে আইপিএল খেলছি। এখন এক হয়ে খেলছি।’
আইপিএলের থেকে আন্তর্জাতিক ক্রিকেট যে আলাদা – সেটা বোঝেন কোহলি। তিনি বলেন, ‘আইপিএল খুবই প্রতিযোগিতামূলক। আন্তর্জাতিক ক্রিকেটে আগে আমরা সাফল্য পেয়েছি। আমাদের সেই সাফল্য ফেরাতে সেই একইরকম এনার্জি দরকার। আইপিএলের মান অবশ্যই অনেক উঁচুতে, তবে আন্তর্জাতিক ক্রিকেট – টি-টোয়েন্টি বিশ্বকাপ পুরো আলাদা বিষয়ক। এখানেই এখন ভারতীয় ক্রিকেট সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’
জাতীয় দলের ভিন্ন ভূমিকায় মানিয়ে নেওয়াটাও একটা ফ্যাক্টর হতে পারে বলে মানছেন কোহলি। কারণ, আইপিএলে অনেক ক্রিকেটারকেই যে ভূমিকায় দেখা যায়, জাতীয় দলে এলে পাল্টে যায় সেটা।
তিনি বলেন, ‘মানিয়ে নেওয়া এখানে একটা ব্যাপার। আইপিএলে একেকজন একেক ভূমিকায় থাকে। এখন তাঁদের এখানে অন্যরকম ভূমিকায় মানিয়ে নিতে হবে। যত দ্রুত আমরা খাপ খাওয়াতে পারবো – ততই সুযোগ বাড়বে।’