তামিম ইকবাল শেষ অবধি টেনে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না মিনিস্টার ঢাকার। তাঁর একক দাপটের পরেও শেষ ওভারের নাটকীয়তা আর ফাস্ট বোলার মৃত্যুঞ্জয় চৌধুরীর দুর্দান্ত বোলিংয়ে মিনিস্টার গ্রুপ ঢাকাকে তিন রানে হারিয়েছে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৯ রানেই প্রথম উইকেট হারায় চট্রগ্রাম। দ্বিতীয় উইকেটে উইল জ্যাকসের সাথে ৪০ রানের জুটি গড়েন আফিফ হোসেন। এরপর ২৪ বলে ২৬ রানে জ্যাকস ফিরলে দ্রুতই ফিরেন মেহেদি হাসান মিরাজ, আফিফরা।
মাত্র ৬০ রানে ৪ উইকেট হারিয়ে তখন চরম বিপাকে চট্রগ্রাম। এরপর একপ্রান্তে ব্যাট হাতে ঝড় তুলেন শামিম পাটোয়ারী। পঞ্চম উইকেটে শামিমের সাথে ২৪ রানে জুটির পথে মাত্র ৯ রানে আকবর আলী ফিরলে বেনি হাওয়েলকে নিয়ে বাকি পথ পাড়ি জমান শামিম।
একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি করেন শামিম। ষষ্ঠ উইকেটে ৫৮ রানের জুটি গড়েন দু’জনে। শামিমের অপরাজিত ৩৭ বলে ৫৭ ও হাওয়েলের ১৯ বলে ২৪ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স।
জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে ঢাকার টপ অর্ডার। দলীয় ১০ রানে মোহাম্মদ শাহজাদের পর ইমরানউজ্জামান, মাশরাফি মুর্তজারা দ্রুত ফিরলে মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে ঢাকা।
এরপর তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে বিপর্যয় সামাল দেয় ঢাকা। চতুর্থ উইকেটে দু’জনে মিলে গড়েন ৭১ রানের দুর্দান্ত জুটি! দলীয় ৯২ রানে মাহমুদউল্লাহ ফিরলেও একপ্রান্তে দ্রুত রান তুলতে থাকেন তামিম। ৩৯ বলে ফিফটি তুলে নেন এই ওপেনার।।
শেষ ৪ ওভারে দরকার ছিলো ৪০ রানের। উইকেটে তামিম ও শুভাগত হোম। সেখান থেকে শেষ ২ ওভারে দরকার ৩০ রানের, হাতে তখনো ৬ উইকেট। ১৯ তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান শুভাগত! এরপরের বলেই শুভাগতকে বোল্ড করে চট্টগ্রামকে আবারো ম্যাচে ফেরান শরিফুল। শেষ ওভারে জিততে ঢাকার প্রয়োজন ৯ রানের।
নাটকীয় শেষ ওভারে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৩ রানে হারিয়ে শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
- সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – ১৪৮/৬ (২০ ওভার); শামিম ৫২(৩৭), হাওয়েল ২৪(১৯)*, আফিফ ২৭(২৪); মাশরাফি ৪-০-২৪-১, ফজল ৪-০-৩২-১, সানি ৩-০-১৬-১।
মিনিস্টার গ্রুপ ঢাকা – ১৪৫/৬ (২০ ওভার); তামিম ৭৩(৫৬)*, মাহমুদউল্লাহ ২৪(২৯), শুভাগত ২২(১১); শরিফুল ৪-০-২৮-২, মৃত্যুঞ্জয় ৪-০-২০-২, নাসুম ৪-০-১৫-১।
ফলাফল: চট্রগ্রাম চ্যালেঞ্জার্স ৩ রানে জয়ী।
ম্যাচ সেরা: শামিম পাটোয়ারি (মিনিস্টার ঢাকা)