আসছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে সেটা আগেই নির্ধারিত ছিল। তবে আজ বিসিবি এই টেস্ট সিরিজের সময়সূচি ঘোষণা করেছে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ১৫ মে। সিরিজের প্রথম ম্যাচটি হবে চট্টগ্রামে। সকাল দশটায় জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি একের পর এক সিরিজ খেলেই চলেছেন সাকিব-তামিমরা। এরমধ্যেই আবার শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজের সময়সূচি চূড়ান্ত হলো। মে মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে লংকানরা।

শ্রীলঙ্কা বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে সেটা আগেই নির্ধারিত ছিল। তবে আজ বিসিবি এই টেস্ট সিরিজের সময়সূচি ঘোষণা করেছে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ১৫ মে। সিরিজের প্রথম ম্যাচটি হবে চট্টগ্রামে। সকাল দশটায় জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

তবে দ্বিতীয় টেস্ট ম্যাচ আবার অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ২৩ তারিখ থেকে ঢাকায় শুরু হওয়া সেই ম্যাচ চলবে ২৭ তারিখ পর্যন্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে অবশ্য দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

এর আগে গতবছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল বাংলাদেশ। সেই টেস্ট সিরিজ অবশ্য হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে এখন টেস্ট ক্রিকেটে নতুন করে ঘুরে দাড়াতে শুরু করেছে বাংলাদেশ। দেশের বাইরেও এখন জয় পেতে শুরু করেছেন মুমিনুলরা।

কিছুদিন আগে নিউজিল্যান্ডের মাটিতেও টেস্ট জয় করে এসেছে বাংলাদেশ। এছাড়া দলে মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলি রাব্বিদের মত নতুন তারকারা যুক্ত হয়েছেন। লিটন দাসও আছে অবিশ্বাস্য ফর্মে। এছাড়া এখন টেস্টে বাংলাদেশের দারুণ একটি পেস আক্রমণও আছে। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটেও নিজেদের গুছিয়ে নিচ্ছে বাংলাদেশ। ফলে এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন লড়াইয়ের আভাষই পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ টেস্ট দল এখন অবস্থান করছে দক্ষিণ আফ্রিকায়। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর দেশে ফিরে আবার ডিপিএলের ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। সেটা শেষ হতে না হতেই শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচের প্রস্তুতি। এবার ঘরের মাঠেও মুমিনুলদের নতুন করে প্রমাণ করার সুযোগ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...