ফিফা বিশ্বকাপ প্রায় শেষের পথে। ৩২ টি দেশ ইতোমধ্যেই এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছে। এবারের আসরটি ছিল ফিফা বিশ্বকাপের ২২ তম আসর। উয়েফা অঞ্চল থেকে ১৩টি দল (বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড এবং ওয়েলস) ফিফা বিশ্বকাপের আসন্ন সংস্করণে অংশ নেয়।
জার্মানি এবং ইতালি হল সবচেয়ে সফল ইউরোপীয় দল, যারা প্রত্যেকে এখন পর্যন্ত চারবার বিশ্বকাপ জিতেছে। ‘ডাই ম্যানশ্যাফট’ তথা জার্মানি সবচেয়ে ধারাবাহিক ইউরোপীয় দল হিসেবে এখন পর্যন্ত টুর্নামেন্টের ২২ টি সংস্করণের মধ্যে ২২ বারই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এই বছর বিশ্বকাপে ১৬ তম বারের জন্য উপস্থিত হবে এবং তারা তাদের ইতিহাসে দুবার ট্রফি জিতেছে।
কোন কোন ইউরোপীয় দল সবচেয়ে বেশিবার বিশ্বকাপে উপস্থিত হয়েছে (২০২২-সহ) তার একটি তালিকা করা যাক।
- জার্মানি
ইউরোপিয়ান দলগুলোর মধ্যে সর্বোচ্চ ২০ বার বিশ্বকাপে অংশগ্রহণ করা দলটির নাম জার্মানি। এর মধ্যে তাঁরা মোট চার বার (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪) বিশ্বকাপ জয়লাভ করেছে।
- ইতালি
১৮ বার অংশগ্রহণ করেছে ইতালি। জার্মানির মত তাঁরাও মোট চারবার (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ এবং ২০০৬) বিশ্বকাপ জয়লাভ করেছে।
- ফ্রান্স
১৬ টি আসরে অংশগ্রহণ করেছে ফ্রান্স। মোট দুইবার (১৯৯৮, ২০১৮) বিশ্বকাপ শিরোপা লাভ করেছে।
- স্পেন
১৬ বার অংশগ্রহণ করেছে স্পেন। ২০১০ সালে একবার বিশ্বকাপ শিরোপা জয় করেছে।
- ইংল্যান্ড
১৬ বার অংশগ্রহণ করেছে ইংল্যান্ড, ফুটবলের আবিষ্কারক দেশ। ১৯৬৬ সালে একবার শিরোপা জয় করেছে।
- বেলজিয়াম
১৪ বার অংশগ্রহণ করেছে বেলজিয়া। এখন অবধি শিরোপা জয় করেনি।
- সার্বিয়া
১৩ বার অংশগ্রহণ করেছে সার্বিয়া। এখন পর্যন্ত শিরোপা অর্জন করেনি।
- সুইডেন
১২ বার অংশগ্রহণ করেছে সুইডেন। ১৯৫৮ তে ফাইনাল অবধি পৌঁছলেও ব্রাজিলের কাছে হেরে ন্যায় ৫-২ গোলের ব্যবধানে।
- সুইজারল্যান্ড
বিশ্বকাপে ১২ বার অংশগ্রহণ করেছে সুইজারল্যান্ড। কোন শিরোপা অর্জন করেনি।
- নেদারল্যান্ডস
১১ বার অংশগ্রহণ করেছে ডাচরা। তিনবার ফাইনালে পৌঁছলেও এখনও শিরোপার দেখা পায়নি তাঁরা।
- রাশিয়া
১১ বার অংশগ্রহণ করেছে রাশিয়া। এবারের আসরে রাশিয়া বহিস্কৃত। তাঁদের ঝুলিতে কোন শিরোপা নেই।
- চেক প্রজাতন্ত্র
৯ বার অংশগ্রহণ করেছে চেক প্রজাতন্ত্র। এর মধ্যে দুইবার বিশ্বকাপের ফাইনালে পৌছেছে এবং কোন শিরোপা জয় করেনি।
- হাঙ্গেরি
৯ বার অংশগ্রহণ করেছে হাঙ্গেরিয়ান ফুটবল দল। ১৯৩৮ ও ১৯৫৪ দুইবারের রানার্সআপ এই দলটি। ১৯৮৬ এর পর বিশ্বকাপ খেলার যোগ্যটা অর্জন করেনি আর।
- পোল্যান্ড
মোট নয় বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে পোল্যান্ড। এখন পর্যন্ত কোন শিরোপা লাভ করেনি।
বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের নজর এখন কাতার বিশ্বকাপের দিকে। আসন্ন মঞ্চে কারা ঝুলিতে বিশ্বকাপের শিরোপা তুলতে সমর্থ হবে, কারা হবে এবারের বিশ্ব-চ্যাম্পিয়ন তা নিয়ে উত্তেজনার কমতি নেই। এইতো আর কিছুদিনের অপেক্ষা মাত্র!