বাংলা টাইগার্সের মিশন খুলনা

এখনো ঈদের আমেজ কাটেনি। তারপর আবার শুক্রবার সকাল। আপনি হয়তো চাইবেন একটু বেলা অবধি ঘুমিয়ে নিতে। তবে বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটারদের সেই সুযোগ কোথায়। আজ সকাল সকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হয়েছেন তারা। কেননা ঈদের ছুটি শেষে আজ ছিল বাংলা টাগার্সের রিপোর্টিং এবং সকাল দশটায় মিরপুর স্টেডিয়াম থেকে বাসে করে খুলনা উদ্দেশ্যে রওনা দেন এই ক্রিকেটাররা।

কেননা ১৭ তারিখ থেকে খুলনায় শুরু হবার কথা বাংলাদেশ টাইগার্সে এই দফার ক্যাম্প। প্রায় দুই মাস ধরে খুলনায় এই ক্যাম্প করবে বাংলাদেশর এই ছায়া জাতীয় দল। ফলে সকাল ৯ টা থেকেই মিরপুরে একে একে আসতে শুরু করেন এই দলের সদস্যরা। এরপর ঠিক দশটায় ক্রিকেটারদের নিয়ে বাসটি ছেড়ে যায় খুলনার উদ্দেশ্যে।

বাংলা টাইগার্সের নিয়মিত সদস্যদের পাশাপাশি আজ দেখা যায় মাহমুদুল হাসান জয়কেও। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এখন নিয়মিতই ওপেন করছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেছেন তিনি। তবে জয় টেস্ট সিরিজ শেষ করে ফিরে এসেছেন দেশে।

ওদিকে সামনে বাংলাদেশের আর টেস্ট সিরিজও নেই। সেজন্যই সময়টাকে কাজে লাগাতে বাংলাদেশ টাইগার্সের সাথে যোগ দিয়েছেন এই ক্রিকেটার। খুলনার আগামী দুই সপ্তাহ ক্যাম্প করে আবার এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজও যাবার কথা জয়ের। সেখানে এ দলের হয়ে ২ টি টেস্ট ও ৩ টি ওয়ানডে ম্যাচ খেলার কথা তাঁর।

এছাড়া সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুনরাও যাচ্ছেন খুলনার এই ক্যাম্পে। ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলেও ডাক পড়েছে সৌম্য সরকারের। এছাড়া টেস্ট দলে আছেন মোহাম্মদ মিঠুন। টেস্টে তিন ও চার নাম্বার পজিশনে বাংলাদেশের যে সমস্যা সেটা সমাধানের জন্য মিঠুনকে প্রস্তুত রাখতে চায় বাংলাদেশ। সেজন্যই এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে রাখা হয়ে এই ক্রিকেটারকে।

আবার বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত স্পিনার নাঈম হাসানও ছিলে বাংলাদেশ টাইগার্সের এই বহরে। কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে পেয়েছিলেন পাঁচ উইকেট। এরপ্র ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টটা খেলতে পারেননি। তবে নাঈম বাংলা টাইগার্সের মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখতে চান। যেন লাল বলের ক্রিকেটে প্রয়োজন হলেই আবার ঝাপিয়ে পড়তে পারেন।

দারুণ ফর্মে থাকা এই স্পিনারকে অবশ্য সাদা বলের ক্রিকেটেও একটু পরীক্ষা করে দেখতে চান নির্বাচকরা। সেজন্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ দলের ওয়ানডে সিরিজেও তাঁকে রাখা হয়েছে। ওদিকে নাঈমের সাথে দেখা যায় এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নিয়মিত পারফর্মার শাহাদাত হোসেন দিপুকে।  নির্বাচকরাও ভবিষ্যৎ খুঁজে পাচ্ছেন দিপুর মাঝে। সেজন্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ “এ” দলে ডাক পেয়েছেন তিনিও। টেস্ট, ওয়ানডে দুই ফরম্যাটের দলেই আছেন তিনি।

ওদিকে লম্বা সময় পর একটা কাঠামোতে এসেছিলেন নাঈম ইসলাম। এরপর রাজশাহী এইচপির বিপক্ষে চারদিনের ম্যাচে ব্যাট হাতে রানও এসেছিল। তবে বাংলাদেশ ‘এ’ দলে আর ডাকা হয়নি এই ক্রিকেটারকে।

ওয়েস্ট ইন্ডিজ যাবার আগে এইচপির বিপক্ষে খুলনায় প্রস্তুতি ম্যাচও খেলার কথা বাংলাদেশ ‘এ’ দলের । হাই পারফর্মেন্সের বিপক্ষে দুটি ওয়ানডে ও একটা তিন দিনের ম্যাচ খেলবে সৌম্য, মিঠুনরা। এরপর ৩১ জুলাই ওয়েস্ট ইন্ডিজে পৌছাবে বাংলাদেশ ‘এ’ দল।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link