ভারত শেষ কবে বৈশ্বিক কোন টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে পেয়েছিল? সম্ভবত ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর থেকে দীর্ঘ আট বছর ধরে টিম ইন্ডিয়া রয়েছে শিরোপা খরায়। সে খরা যেন কোনভাবেই কাটিয়ে উঠতে পারছে না। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে দলে আসে বেশ কিছু রদবদল। তারপর বদলায়নি পরিস্থিতি। এমনকি মহাদেশীয় লড়াইয়েও নাস্তানাবুদ হতে হচ্ছে ভারতকে। এমন পরিস্থিতি ভারত ক্রিকেটে বেশ উৎকন্ঠার জন্ম দিয়েছে।
মূল শঙ্কার বিষয়টা হচ্ছে ভারত থিতু হতে পারছে না। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বদল আসা শুরু। কোচ, অধিনায়ক পরিবর্তন। সে পরিবর্তনের পর থেকেই দলে চলছে নানানরকমের পরীক্ষা-নিরীক্ষা। প্রায় প্রতিটা ম্যাচের পরই ভারতের একাদশে পরিবর্তন যেন নিত্যদিনের ঘটনা। আর এমন পরিবর্তন যেন থামছেই না। তাইতো জনমনে বাড়ছে প্রশ্ন। একটা ধোয়াশার সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। তবে এর চাইতেও বেশি শঙ্কার কোচ-অধিনায়কের গণমাধ্যমের সামনে করা বেফাস মন্তব্য।
তবে এমন কর্মকাণ্ড মোটেও পছন্দ হচ্ছে না ভারতের সাবেক খেলোয়াড় অজয় জাদেজার। তিনি বরং দলের এই দুই মুখপাত্রকে আরও বেশি সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন। তাছাড়া মিডিয়ার কাছে তাদের প্রতিটা পদক্ষেপের যথার্থতা প্রমাণ করাটাও অজয় জাদেজার কাছে ঠেকছে অপ্রয়োজনীয়। তিনি বলেন, ‘প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। প্রতিনিয়ত খেলোয়াড় ছাটাই বা পরিবর্তন করতে থাকলে দ্বিধার সৃষ্টি হবেই। সেটা ভারত ক্রিকেটের প্রেক্ষাপটে বেশ পুরনো। তবে সেটা এড়িয়ে যাওয়া সম্ভব। আমি জানি কোচ ও অধিনায়কের মধ্যে সমন্বয় হবে। তবে তা গণমাধ্যমের সামনেও থাকতে হবে।’
মূলত দলের এমন পরীক্ষা-নিরীক্ষা নিয়ে প্রশ্নের শেষ নেই। তবে অধিনায়ক ও কোচ ভিন্ন ভিন্ন অভিমত প্রকাশ করছেন। এতে করে দলের ভাবমূর্তিই ক্ষুন্ন হয় বলে মত অজয় জাদেজার। তাছাড়া তিনি আরও বলেন, ‘এমন না যে আমরা কখনো অধিনায়ক ছিলাম না, আমরা কখনো গণমাধ্যম সামলাইনি। আপনাকে মিডিয়ার সামনে কিছু কথা বলতেই হবে কারণ সেসব গুরুত্বপূর্ণ। তবে আপনি যা বলছেন সে বিষয়ে আপনার দলের পূর্ণ ধারণা থাকা চাই। আর সবকিছু মিডিয়ার সামনে প্রমাণের করবার কোন কারণ নেই।’
এশিয়া কাপের ব্যর্থতার পর যেন ভারত ক্রিকেটকে জড়িয়ে ধরেছে নানান রকমের প্রশ্ন। সেসবের মধ্যে অধিকাংশ কটুরস মিশ্রিত। এমন সব প্রশ্নের জবাবে কোচ কিংবা অধিনায়ক অনেক সময় ভুল তথ্য বা এমন সব তথ্য বলে ফেলছেন, যা একেবারেই অপ্রয়োজনীয়। তাছাড়া সাম্প্রতিক সময়ে খেলোয়াড়দের হেয় করবার মত মন্তব্যও এসেছে বহু। এমন পরিস্থিতিতে অজয় জাদেজার অভিমত খেলোয়াড়দের পরিবারের কথা চিন্তা করে হলেও কিছু কথা শুধু দলের অন্দরমহলে থাকা দরকার।
এছাড়া সাবেক এই অভিজ্ঞ ক্রিকেটার টিম কম্বিনেশন তৈরি করে ফেলার বিষয়ে জোর দিয়েছেন। তিনি বলেন, ‘হার-জিত খেলার অংশ, তবে টিম কম্বিনেশন নিয়ে কোন ধরণের দ্বিধা থাকা যাবে না। পরীক্ষা-নিরীক্ষা চলছে এমন সব বক্তব্য থেকে বেড়িয়ে আসা উচিৎ।’ তাছাড়া দলের প্রতিটা খেলোয়াড়দের বক্তব্যের মাঝে সমন্বয় থাকার গুরুত্বটাও আবারও জানিয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটার অজয় জাদেজা।
ভারত দলে বর্তমান সময়ে তারকা ক্রিকেটারের অভাব নেই। তবুও সাফল্যের দেখা পাচ্ছে না দলটি। এর মূল কারণ সঠিক টিম কম্বিনেশন খুঁজে না পাওয়া। এবারের বিশ্বকাপের আগে অন্তত একটা টিম কম্বিনেশন খুব করে খুঁজে পেতে চাইবে টিম ইন্ডিয়া। নয়ত শিরোপা জয়ের অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হবে। সেটা অন্তত ভারতের কেউই চায় না।