শিরোপা স্বপ্ন গ্রুপ পর্বেই শেষ!

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। অথচ, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল তাঁরা।

নিজেদের আগের খেলা ছয় ম্যাচের তিনটিতে হেরে যাওয়া বাংলাদেশ দল শেষ ম্যাচে বৃষ্টির বাঁধায় মাঠে নামতে না পারলে এবারের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়। বাংলাদেশের বিদায়ে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে চতুর্থ দল হিসেবে থাইল্যান্ড নারী দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে।

নিজেদের ডু অর ডাই ম্যাচের দিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর সর্বশেষ কাট অফ টাইম ১১ টা ২৭ মিনিট হলেও বৃষ্টি না থামায় সকাল ১১.০০টাই ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে নয় উইকেটে হারালেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে নয় উইকেটে হেরে বিধ্বস্ত হয়। এরপরে মালয়েশিয়াকে ৮৮ রানে উড়িয়ে দিয়ে এর পরের ম্যাচে ভারতের কাছে ৫৯ রানে হেরে যায় টাইগ্রেসরা।

সর্বশেষ নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার সাথে ৭ ওভারে মাত্র ৪১ রান তাড়া করতে নেমে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। তবুও সুযোগ ছিল নিগার-সালমাদের। আজকের ম্যাচে আরব আমিরাতকে হারাতে পারলেই রানরেটের হিসাবে থাইল্যান্ডকে পেছনে ফেলে সেমিফাইনালে পৌঁছাতে পারতো বাঘিনীরা। কিন্তু বেরসিক বৃষ্টি এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত করলো।

যদি বৃষ্টির বাঁধা না থাকে , গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে দুপুর ১.৩০ টায় পাকিস্তান আর শ্রীলঙ্কা মুখোমুখি হবে। আগামী ১৩ই অক্টোবর দুই সেমিফাইনালের জয়ী দলের সাথে ১৫ই অক্টোবর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের এশিয়া কাপের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link