সহসাই পার পাচ্ছেন না সন্দ্বীপ লামিছানে। তাঁর বিরুদ্ধে সতেরো বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ আরো ঘণীভূত হচ্ছে। এবার নেপালের জাতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ককে ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। কাঠমান্ডু জেলা আদালত এই নির্দেশ দেয়।
লামিছানের মতোই এক কিশোরীকে ধর্ষণের অপরাধে গত মাসেই নেপালের অভিনেতা পল শাহ আড়াই বছর কারাদণ্ডের শাস্তি পেয়েছেন। তাই খুব সহজেই পার পাবেন না লামিছানেও। অভিযোগ প্রমাণিত হলে ১২ বছরের কারাদণ্ডও ভোগ করতে হতে পারে তাঁকে।
পুলিশ সূত্রের খবর বলছে, গত ২২ আগস্ট নেপাল ক্রিকেট দলের কেনিয়া সফরের আগে লামিছানে ওই কিশোরীকে ভক্তপুরে ঘুরতে যাওয়ার অনুরোধ করেন। কিশোরী রাজি হন। রাতে ওই কিশোরী মধ্য বানেশ্বরে নিজের হোস্টেলে ফিরে যেতে চাইলেও লামিছানে বাঁধা দেন।
হোস্টেল আটটার মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় হোটেলে লামিছানের সঙ্গে রাত কাটাতে বাধ্য হন ওই কিশোরী। প্রথমে তিনি আলাদা ঘরে থাকতে চান। সেটাও হতে দেননি লামিছানে। তার বদলে নিজের ঘরে ডেকে এনে ওই কিশোরীকে দু’বার ধর্ষণ করেন।
তবে সকল অভিযোগ অস্বীকার করে স্বন্দ্বীপ লামিছানে এক টুইটে জানান, ‘এটা অবিশ্বাস্য। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা কল্পনাই করতে পারছি না। আশা করব আমাদের আইনি ব্যবস্থায় নিশ্চয়ই কোনও উপায় থাকবে এক জন নির্দোষকে তাঁর সম্মান ফিরিয়ে দেওয়ার। আমি সঠিক বিচার পাব এবং আবার ক্রিকেট মাঠে ফিরব। দেশের নাম উজ্জ্বল করার জন্য চাইব খুব তাড়াতাড়ি শুনানি হোক।’
অবশ্য সে টুইটে কারও মন গলেনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে গত ৬ অক্টোবর নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গেই লামিছানেকে গ্রেফতার করা হয়। একই সাথে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপালও লামিছানেকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করে।
লামিছানের এই ইস্যু নিয়ে কাঠমান্ডু জেলা কোর্ট থেকে বলা হয়েছে, ‘আপাতত চার্জশিটের জন্য তাদের ২৫ দিন সময় আছে। আর লামিছানেক জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়েছে। নেপাল পুলিশের তদন্ত চলছে। আরও বেশ কিছু এভিডেন্স সংগ্রহ করার চেষ্টা চালানো হচ্ছে।’
সন্দ্বীপ লামিছানের এই ইস্যুতে কথা বলেছেন নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনে সাবেক জেনারেল ম্যানেজার রওনক বাহাদুর মাল্লাও। তিনি বলেন, ‘লামিছানে এই দেশের শুধুই যে জনপ্রিয় ক্রিকেটার তা নয়, সে আমাদের অধিনায়কও ছিল। আশা করছি সুষ্ঠু তদন্ত হবে। আমরা আমাদের দেশের আইন ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল।’
২০১৬ সালে নেপালের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করা হয় লামিছানেকে। ২০১৮ সালে নেপালের জাতীয় দলে সুযোগ পান তিনি। এখন পর্যন্ত নেপালের হয়ে তিনি ৩০ টি ওয়ানডে ও ৪৪ টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছনে। লামিছানেই নেপালের একমাত্র ক্রিকেটার যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন।
দিল্লী ক্যাপিটালসের হয়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। এ ছাড়া বিগব্যাশেও খেলেছেন লামিছানে। প্রায় প্রতিটা ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই তাঁর দেখা মেলে। তবে ক্যারিয়ারের এমন একটা সময়ে এসে এমন অভিযোগ লামিছানের ক্রিকেট ক্যারিয়ারকে নিশ্চিতভাবেই অনিশ্চয়তায় ফেলে দিল।