হার এবং বাংলাদেশের ক্রিকেট যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সেটা টি-টোয়েন্টি ফরম্যাটে। বিশ্বকাপের আগে আরও একটা হার দেখল বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে ৪৮ রানে হেরে টুর্নামেন্টের ফাইনালের দৌড় থেকে বাদ পড়ল বাংলাদেশ ক্রিকেট দল।
সিরিজের আগের দুই ম্যাচে হারা বাংলাদেশ দলের জন্য ম্যাচটা ছিল ডু অর ডাই। হারলেই ফাইনালের রাস্তা বন্ধ। এমন ম্যাচে খেলতে নেমে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে ছিল ভিন্নতার ছোয়া। তিন পরিবর্তনের ম্যাচে ফিরেছিলেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন ও এবাদত হোসেন।
সিরিজের আগের চার ম্যাচের তিনটিতেই পরে ব্যাট করা দল জয়ের কারণে হয়তো এই সিদ্ধান্ত হলেও বোলাররা সাকিবের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেন নি। শুরুতেই ফিন অ্যালেনের ধুন্ধুমার ব্যাটিংয়ে বোলারদের লাইন-লেংথ এর নিশানা ভুলে যাওয়ার উপক্রম।
৩২ বলে ১৯ করে অ্যালেন শরীফুলের বলে ইয়াসিরের দুর্দান্ত ক্যাচের শিকার হলেও কনওয়ে-গাপটিলের ব্যাটে এগিয়ে যেতে থাকে নিউজিল্যান্ডের ইনিংস। কনওয়ে ৪০ বলে ৬৪ করে থামলেও শেষের দিকে ফিলিপসের ২৪ বলে ৬৪ রানের ঝড় কিউইদের ২০৮ রানের পাহাড়ে তুলে দেয়।
বাংলাদেশের হয়ে দুই পেসার মোহাম্মদ সাইফুদ্দিন আর এবাদত হোসেন দুইটা করে উইকেট নিলেও সব বোলারের ইকোনমি ছিল ৯ এর উপরে। মানে, বোলারদের ওপর দিয়ে ঝড়ই তুলেছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। একাদশে এবারও ছিলেন না মুস্তাফিজুর রহমান।
জবাব দিতে নেমে দলীয় ২৪ রানে শান্তর উইকেট হারায় বাংলাদেশ। এরপর লিটন-সৌম্যর দ্রুতগতির ২৩ রানের পার্টনারশিপ রানের গতি বাড়ালেও লিটন দলীয় ৪৭ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। সাকিব ক্রিজে এসে দ্রুত রান তুলে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনলেও সৌম্য সরকারের বিদায়ের পর ওপর প্রান্তে কারও সঙ্গ না পাওয়ায় ২০ ওভারে ১৬০ রানে শেষ হয় বাংলাদেশ এর ইনিংস।
বাংলাদেশের হয়ে সাকিব ৪৪ বলে ৭০ রান বাদে সৌম্য আর লিটনের ২৩ রানই উল্লেখযোগ্য। নিউজিল্যান্ডের হয়ে মিলনে ২৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে ফেলেন। আর এর সাথে সাথে টুর্নামেন্টের ফাইনালের দৌড় থেকেও বেরিয়ে পড়ল সাকিব আল হাসানের দল। পাকিস্তানের বিপক্ষে আগামীকালের শেষ ম্যাচ এখন শুধুই নিয়ম রক্ষার আর নিজেদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার।