চোখ শিরোপায়, পা মাটিতে

টি-টোয়েন্টিতে ফেভারিট বলে কেউ নেই – সেটাই যেন বারবার সাংবাদিকদের মনে করিয়ে দেয়ার চেষ্টা করলেন রোহিত শর্মা। সেমিফাইনালে রোহিতের মতে, তাই যে কেউই জিততে পারে।

সেমিফাইনালের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘দেখুন টি-টোয়েন্টি এমন এক খেলা এখানে ফেভারিট বলে কেউ নেই। পুরো টুর্নামেন্ট এর দিকে খেয়াল করেই দেখুন। পুরো টুর্নামেন্ট জুড়েই এমন অনেক ম্যাচ হয়েছে যেখানে অনেক কাগজে কলমে ছোট দল, বড় দলদের হারিয়ে দিয়েছে।তাই এখানে কেউই ফেভারিট নয়।আর তাছাড়া ইংল্যান্ড এতদূর (সেমিফাইনালে) এসেছে অবশ্যই ভাল ক্রিকেট খেলেই। সুতরাং তারাও ভাল করতে চাইবে, সুতরাং এটি দারুণ একটি উপভোগ্য ম্যাচ হতে চলেছে।’

সাম্প্রতিক সময়ে বিভিন্ন আইসিসির টুর্নামেন্টের নক আউটে ভাল না করতে পারা সম্পর্কে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘এর জন্য কোন খেলোয়াড়ের দক্ষতা সম্পর্কে আপনি প্রশ্ন তুলতে পারেন না। কেননা একটা খেলোয়াড় সারাবছর ধরে ভাল খেলেই বিশ্ব আসরের দলে জায়গা পায়। আবার সেই টুর্নামেন্টে ভাল খেলেই দলকে নক আউটের মত ম্যাচে নিয়ে যায়। এখন নক আউটের মত ম্যাচে একটা দিনে যদি খারাপ করে তবে সেই খেলোয়াড় টি খারাপ হয়ে যায় না। সুতরাং আমাদের সবারই  খেলোয়াড়, কোচিং স্টাফ সবার ওপরে ভরসা রাখতে হবে। অবশ্যই আমরা সবাই এইসব নক আউট ম্যাচে ভাল করে ট্রফি জিততে চাই!’

এই আসরে স্পিনার অক্ষর প্যাটেল এর ফর্ম নিয়ে চিন্তিত কিনা এই সাংবাদিকদের  আরেক প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘সত্যি বলতে মোটেও না। আসলে এই পুরো টুর্নামেন্টে আমাদের ৪ পেসার প্রায় ম্যাচেই তাদের কোটার পুরো ওভারই বল করেছে। ওদিকে অশ্বিন ও রয়েছেই। নেদারল্যান্ডসের ম্যাচের আগে তো ও সেরকম বল করার সুযোগ পায়ই নি।তাই ওর যে ফর্ম খারাপ তাও ঠিক না। ও মানসিকভাবে খুব ভাল জায়গাতেই আছে।’

সেমিফাইনালে উইকেটের পেছনে থাকবেন কে? দীনেশ কার্তিক না ঋষাাভ পান্ত? – এখনও নিশ্চিত নয় ভারত। রোহিত বলেন, ‘দলের প্রয়োজনে দল যেকোন সিদ্ধান্ত নেবে। কার্ত্তিক ও খেলতে পারে, ঋষাাভ ও খেলতে পারে আবার দুজন একসাথেও খেলতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে দলের পরিকল্পনার ওপর।’

এবছরই ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত,সেই রেজাল্ট এই ম্যাচে দলের আত্মবিশ্বাস বাড়াবে কি না, এমন প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘অবশ্যই সাহায্য করবে,তবে এটাও মনে রাখতে হবে, আগামীকাল সম্পূর্ণ নতুন একটা দিন। নতুন ভাবে সবকিছু শুরু হবে। তাছাড়া যে দল ইংল্যান্ডকে হারিয়েছিল, সেই দলের অনেক খেলোয়াড়ই এই বিশ্বকাপ দলে নেই। সুতরাং যারা আছে নতুনভাবে প্রস্তুতি নিয়ে নতুন ভাবে লড়াইয়ের জন্য নামতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link