এখনও অবধি বিশ্বকাপে প্রথম রাউন্ডের বাঁধা পেরিয়ে নক আউটের মুখ দেখেনি তিউনিশিয়া। শক্তিশালী ডেনমার্ককে রুখে দিয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল তিউনিশিয়া। সেদিক থেকে আশা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে, সেই আশা পূরণ হল না। হারল ১-০ ব্যবধানে।
ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের মাত্র ৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও, পরে হজম করতে হয় চারটা গোল। তবে, সেই দু:স্বপ্ন কাটিয়ে তিউনিশিয়ার বিপক্ষে ফিরল তাঁরা। তিউনিশিয়ার বিরুদ্ধে ম্যাচের ২৩ মিনিটের মাথায় মিশেল ডিউকের গোলে এগিয়ে গেল সকারুজরা। এরপর আর কোনো দলই জালের দেখা পায়নি।
ডি গ্রুপে সবার ওপরে আছে ফ্রান্স। এরপরই দুই ম্যাচে একটি জয় পাওয়া অস্ট্রেলিয়া। দুই ম্যাচে একটি ড্র নিয়ে সবার শেষে আছে তিউনিশিয়া।
বিশ্বকাপে একবারই গ্রুপ পর্ব পার হতে পেরেছে অস্ট্রেলিয়া। ২০০৬ সালে শেষ ষোলোতে পৌঁছেছিল দলটি। এবারও দলটি দ্বিতীয় পর্বে যাওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছে।