গোলমেশিনের প্রথম গোল

বিশ্বকাপ ফুটবলে পোল্যান্ডের ইতিহাস কখনোই সমৃদ্ধ ছিল না। বড় সফলতা বলতে গেলে ১৯৭৪ আর ১৯৮২, এই দুই বিশ্বকাপে তারা তৃতীয় হয়েছিল। এরপর ১৯৮৬ বিশ্বকাপে সেই যে দ্বিতীয় রাউন্ডে একবার গিয়েছিল, এরপর আর কখনোই প্রথম পর্বের বাঁধা পেরোতে পারেনি পোল্যান্ড। বর্তমান সময়ে এসেও যে সেই অবস্থার খুব পরিবর্তন হয়েছে তাও না।

কিন্তু, তাঁদের দলে রয়েছে বর্তমান বিশ্বেরই অন্যতম সেরা গোলস্কোরার রবার্ট লেওয়ানডস্কি। তিনি এই মুহূর্তে বিশ্বের সেরা গোলস্কোরারদের একজন। তাই কাতার বিশ্বকাপে তাঁকে ঘিরেই ছোট্ট একটা স্বপ্ন একেছিল পোলিশরা। তবে, সেই স্বপ্নের আড়ালে কিছুটা নিরাশার ব্যাপারও লুকিয়ে ছিল। কারণ মৌসুমজুড়ে গোলের বন্যা বইয়ে দেওয়া এ পোলিশ স্ট্রাইকারের যে বিশ্বকাপে কোনো গোল ছিল না।

কিন্তু সেসব তিক্ততার গল্প কিংবা পরিসংখ্যান এখন অতীত। সৌদি আরবের বিপক্ষে ২-০ গোলের জয়ে নিজে একটি গোল পেয়েছেন এবং আরেকটি গোলে তিনি সরাসরি সহায়তা করেছেন। আর তাতেই বিশ্বকাপে নিজের গোল খরার দীর্ঘ এক অপেক্ষার অবসান ঘটিয়েছেন রবার্ট লেওয়ানডস্কি।

বিশ্বকাপে এটা তাঁর প্রথম গোল। এর আগে ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি পোল্যান্ড। অন্যদিকে নিজের প্রথম বিশ্বকাপে ২০১৮ সালে গোল বঞ্চিত ছিলেন লেওয়ানডস্কি। সেদিক থেকে লম্বা একটা অপেক্ষার অবসান ঘটালেন তিনি।

এর আগে ম্যাচের প্রথম গোলটি এসেছিল তাঁর অ্যাসিস্ট থেকেই। তবে নিজের পা থেকে একটি গোল করার খুবই প্রয়োজন ছিল লেওয়ানডস্কির। অত:পর ম্যাচের ৮২ টি সেই চাওয়া হাতে নাতে ধরা দেয়। সৌদি ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে গোল করে স্কোরশিটে নাম্বার লেখান পোলিশ এ স্ট্রাইকার। 

ক্যারিয়ারে যার নামের পাশে ছয় শতাধিক গোল, সেই লেওয়ার বিশ্বকাপে কোনো গোল ছিল না। তাই গোল করার পরে লেভানডফস্কি নিজেও বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন। সাথে পেয়েছিলেন সতীর্থদেরও। গোলের পরেই পোলিশ সব ফুটবলাররা লেওয়ানডস্কিকে ঘিরে ধরে। কাতার বিশ্বকাপে পোলিশদের প্রথম জয়, সাথে তাদের দেশের সবচেয়ে বড় তারকার প্রথম গোল। এ তো সন্দেহাতীত ভাবেই দারুণ এক উপলক্ষ।    

বিশ্বকাপে নিজের প্রথম গোলের দিনে লেওয়ানডস্কি স্পর্শ করেছেন ফুটবল কিংবদন্তি পেলেকেও। আন্তর্জাতিক ফুটবলে পেলের গোলসংখ্যা তিনি স্পর্শ করেছেন এ ম্যাচেই। পোল্যান্ডের হয়ে লেভানডফস্কির গোলসংখ্যা এখন পেলের মতোই ৭৭।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করলেও সৌদি আরবকে হারিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এলো পোল্যান্ড। এখন পর্যন্ত যা চিত্র, তাতে  ১৯৮৬ বিশ্বকাপের পর আরেকবার দ্বিতীয় রাউন্ডে উঠতেই পারে রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ড।

তবে, তাদের শেষ ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে। ঐ ম্যাচে শুধু ড্র করতে পারলেই কোনো ধরনের সমীকরণ ছাড়াই দ্বিতীয় রাউন্ডে উঠবে পোল্যান্ড। আর সেখানে কি আরও ভয়ংকর হয়ে উঠবেন লেওয়ানডস্কি? উত্তরটা জানতে সময়ের অপেক্ষা করতেই হচ্ছে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link