রাসেল ডোমিঙ্গোর বিদায়

গেল এশিয়া কাপের আগে চাকরিটা এক রকম হারিয়েই ফেলেছিলেন তিনি। টি-টোয়েন্টিতে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ভারতের শ্রীধরণ শ্রীরামের নিয়োগ তাঁর কাজের পরিসর কমিয়ে এনেছিল। তাঁকে টি-টোয়েন্টি থেকে অব্যাহতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, টিকে গিয়েছিলেন। তবে, এবার আর টিকতে পারছেন না।

বাংলাদেশ ক্রিকেটের সাথে আনুষ্ঠানিক ভাবে সম্পর্কের ইতি ঘটছে তাঁর। আসছে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরেই সব কিছু ঠিক ঠাক থাকলে নতুন কোচ পাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর ২০২৩ বিশ্বকাপটা যে বাংলাদেশ নতুন কোনো কোচের অধীনেই খেলবে – সেটা নিশ্চিত।

তবে, নতুন কোচ কে? সে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোর্ড। দ্বৈত কোচের পথেও হাঁটতে পারে বিসিবি। সাদা ও লাল বলের জন্য আলাদা কোচ। সাদা বলের কোচ হতে পারেন শ্রীধরণ শ্রীরাম। ইংল্যান্ড দল বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। ফলে, সেই দলের দায়িত্ব শ্রীরাম পেতেই পারেন।

শ্রীরামের আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কমিটমেন্ট আছে। আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ এক এপ্রিল। ফলে, এখানে সূচিতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর শ্রীরামের ব্যাপারে সাকিব আল হাসান খুবই ইতিবাচক। তাই, বোর্ডও সাকিবের সুপারিশ মেনে নেওয়ার কথা। তবে, ওয়ানডের দায়িত্ব শ্রীরাম নিতে না চাইলে একটু ব্যাকফুটে চলে যেতে পারে বিসিবি।

আরেকটা সমস্যা হল লাল বলের ক্রিকেট নিয়ে। এই ফরম্যাটে প্রধান কোচ নিয়ে আবারও বিপদে পড়তে যাচ্ছে বিসিবি। ভেতরের খবর হল, সাদা পোশাকে আপাতত জেমি সিডন্স–অ্যালান ডোনাল্ডদের দিয়েই কাজ চালাবে বিসিবি। তবে, এখানে অভিজ্ঞ কোনো কোচের অন্বেষণ অব্যহত থাকবে।

বিসিবির অ্যাকাডেমির কোচ হতে আবেদন করেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ ডমিঙ্গো। বিসিবিই অনেকটা জোর করে তাঁকে জাতীয় দলের কোচ করে। নিজের প্রত্যাশার চেয়ে বাড়তি দায়িত্ব পেয়ে বরাবরই হিমশিম খেয়েছেন রাসেল ডোমিঙ্গো। ফলে, তাঁর বিদায়টা বাংলাদেশ ক্রিকেটে যেন পরম আকাঙ্ক্ষিত এক প্রত্যাশা।

তবে, তাঁকে চাকরীচ্যুত করলে আর্থিক ক্ষতির পরিমান বিসিবির জন্য নেহায়েৎ কম নয়। আয়কর বাদ দিয়ে ডমিঙ্গোর বর্তমান বেতন মাসে প্রায় ১৮ হাজার ডলার। কোনো নোটিশ না দিয়েই চাকরীচ্যুত করলে বিসিবির সাথে চুক্তি অনুযায়ী তিন মাসের বেতন দিতে হবে তাঁকে। ফলে, চূড়ান্ত আনুষ্ঠানিকতার আগে এখানে বিসিবির সাথে কোচ ডোমিঙ্গোর সমঝোতায় আসার ব্যাপার থাকছেই।

 

লেখক পরিচিতি

সম্পাদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link