ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একমাত্র অধিনায়ক হিসেবে ৩ টি আলাদা আইসিসি ট্রফি জেতা ধোনি ছোটবেলায় ছিলেন ফুটবলার। স্কুল দলে গোলরক্ষক হিসেবে খেলা ধোনির প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড হলেও লিওনেল মেসির ভক্ত তিনি।
বাবার মত ধোনির সাত বছর বয়সী মেয়ে ভিভাও মেসির বড় ভক্ত। এবার জিভার জন্য নিজের সই করা জার্সি পাঠালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেসি সই করা জার্সি পরিহিত জিভার ছবি ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সব কিছুই জিতেছেন মেসি। তার ট্রফি ক্যাবিনেটের একটি জায়গাই এতদিন অপূর্ণ ছিলো। সেই অপূর্ণতার আক্ষেপ হয়ে থাকা বিশ্বকাপ ট্রফি জিতে ক্যারিয়ারের পূর্ণতা দিলেন লিওনেল মেসি। শুধু বিশ্বকাপ ট্রফিই নয়, প্রথম খেলোয়াড় হিসেবে দুইবার বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবার অনন্য কীর্তি গড়লেন মেসি।
দুনিয়া জোড়া মানুষ ভক্ত মেসির। তবে উপমহাদেশে আর্জেন্টিনক আর মেসির সমর্থন যেন অন্য পর্যায়ে। মেসির সেই সমর্থকদের একজন মহেন্দ্র সিং ধোনি। তিন ফরমেটের ক্রিকেটেই দেশকে বিশ্ব শিরোপা এনে দেয়া ধোনি ফুটবলের পাঁড় সমর্থক। সাত বছর বয়সী মেয়েও বাবার মত মেসির বড় ভক্ত।
ফুটবলের প্রতি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির মেয়ের ভালোবাসার কথা হয়তো পৌঁছেছে ধোনির কানেও। তাই সাত বছর বয়সী জিভা ধোনিকে নিজের অটোগ্রাফ দেয়া জার্সি পাঠিয়েছেন ক্ষুদে জাদুকর। এক প্রতিবেদনে এক কথা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
লিওনেল মেসির অটোগ্রাফসহ সেই জার্সি গায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ছবি আপলোড করেছেন জিভা ধোনি। সূদুর আর্জেন্টিনা থেকে পাঠানো সেই জার্সিতে লেখা, ‘পারা জিভা’; অর্থাৎ ‘জিভার জন্য’।
জিভা ধোনির ইন্সটাগ্রাম আইডি থেকে আপলোড করা সেই ছবিতে ক্যাপশনে লেখা, ‘যেমন বাবা, তেমন মেয়ে।’ ইন্সটাগ্রামের সেই ছবিতে দেখা যায় মেসির ১০ নাম্বার জার্সি পড়ে আছে জিভা। সেখানে মেসির অটোগ্রাফের দিকে আঙুল দেখাচ্ছে ধোনি কন্যা। অন্য একটি ছবিতে মেসির জার্সি পেয়ে জিভার উচ্ছ্বাসের প্রকাশ পায়।
জানিয়ে রাখা ভাল, বিশ্বকাপ জয় সেলিব্রেশনের জন্য প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) থেকে এক জানুয়ারি পর্যন্ত ছুটি পেয়েছেন লিওনেল মেসি।