মিরপুরের একাডেমি মাঠে হঠাৎই ঘটল ঘটনাটা। বন্ধু ও সতীর্থ মেহেদী হাসান মিরাজের গলা চেপে ধরলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু, কেন? কোনো শত্রুতা নয়। খুনসুটিতে মেতেছেন দুই বন্ধু। কিন্তু খুনসুটির বাইরেও নিশ্চয়ই বন্ধু মুস্তাফিজকে কুমিল্লার অনুশীলন জার্সিতে দেখে আক্ষেপই বেড়েছে মিরাজের। ক’দিন আগেই শেষ উইকেটে রেকর্ড পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে জিতিয়েছেন ভারতের বিপক্ষে, তবে আজ তাঁরা খেলবেন ভিন্ন দলের হয়ে।
কুমিল্লার জার্সিতে গত আসরেই চ্যাম্পিয়ন হয়েছেন মুস্তাফিজ। কিন্তু বিপিএলের ছয়টি আসরে দু’বার ফাইনাল খেললেও এখনো বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পাননি বয়সভিত্তিক দলে মুস্তাফিজের অধিনায়ক মিরাজ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলের অন্যতম সফল দল। তিনবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। গত আসরে মোস্তাফিজুর রহমানও ছিলন সেই চ্যাম্পিয়ন দলের অংশ। এবারও মুস্তাফিজকে ধরে রেখেছে ভিক্টোরিয়ান্সরা। কোচ সালাউদ্দিনের টোটকায় বরাবরই সফল কুমিল্লা।
মোস্তাফিজ, লিটন দাস, মোসাদ্দেক হোসেনদের নিয়ে শিরোপা ধরে রাখার মতই দল করেছে কুমিল্লা। সেই সাথে আছেন দুইবার কুমিল্লাকে শিরোপা জেতানো অধিনায়ক ইমরুল কায়েস। তারকায় ঠাসা কুমিল্লার বিদেশি খেলোয়াড়দের লাইনআপও। মোহাম্মদ রিজওয়ান,হাসান আলি মোহাম্মদ নবিদের দলে নিয়ে শিরোপা ধরে রাখা প্রাথমিক কাছ সেরে রেখেছে কুমিল্লা।
পাকিস্তানের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদিকে দলে ভেড়ালেও ফিটনেস ইশ্যুতে টুর্নামেন্টের চার দিন আগে বিপিএল থেকে ছিটকে গেছেন তিনি। তবে শাহিন আফ্রিদি না আসলেও গতকালই ইংলিশ তারকা ডেভিড মালানের সার্ভিস নিশ্চিত করেছে কুমিল্লা। টানা দুইবার বিপিএল শিরোপা জিততে তাই মুখিয়ে আছে মোস্তাফিজের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
অন্যদিকে গত আসরে বিপিএলটা সুখকর ছিলো না মিরাজের জন্য। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও টুর্নামেন্টের মাঝপথে অধিনায়কত্ব হারান এই অলরাউন্ডার।পরে ফ্রাঞ্চাইজি মালিক ও ম্যানেজমেন্টের সাথে ঝামেলায় জড়িয়ে এক পর্যায়ে টিম হোটেল ত্যাগ করার সিদ্ধান্ত নেন মিরাজ। পরে দুইপক্ষের সমঝোতা হলেও সেই বিপিএল যাত্রা নিশ্চই ভুলে যেতে চাইবেন তিনি।
এবার তাই নতুন দল ফরচুন বরিশালের জার্সিতে বিপিএলকে নিশ্চই স্মরণীয় করে রাখতে চাইবেন মিরাজ। ব্যাট-বল হাতে দারুণ একটি বছর কাটিয়েছেন মিরাজ। অলরাউন্ডার হিসেবে নিজেকে পুরোপুরি মেলে ধরেছেন তিনি। ভারতের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ সেরা হবার পর জায়গা করে নিয়েছেন উইজডনের বর্ষসেরা ওডিআই দলে।
ফরচুন বরিশালে গতবারের মত এবারও আছেন সাকিব আল হাসান। গত আসরের রানারআপরা এবার গত আসরের ফাইনালের দু:খ ঘোচাতে ব্যালেন্সড দল গড়েছে। সাকিবের সাথে দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। সাকিব, মিরাজের পাশাপাশি জাতীয় দলের পেসার ইবাদত হোসেন, খালেদ আহমেদ দের নিয়ে শক্তিশালী বোলিং লাইনআপ বরিশালের। ব্যাটিং এর শক্তি বাড়াচ্ছেন ঘড়োয়া আসরে বরাবরই সফল এনামুল হক বিজয়, আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ আর পাকিস্তানের ইফতিখার আহমেদরা।
মিরাজের বিপিএল শিরোপা আক্ষেপ এবার বরিশালের জার্সিতে কাটাতে হলে ব্যাটে বলে জ্বলে উঠতে হবে ইনফর্ম মিরাজকে। তাই বন্ধু মোস্তাফিজের সাথে যতই খুনসুটিতে মেতে থাকুক না কেন মিরাজ নিশ্চই বন্ধুর বিপিএল শিরোপাটা এবার নিজের করে নিতে চাইবেন খুব করে।