খুলনা টাইগার্সের হয়ে এবারের বিপিএলে দারুণ সময় কাটাচ্ছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। এখন পর্যন্ত ১২ উইকেট নিয়ে টুনামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি। আর এর মধ্যেই পেলেন আরেকটি সুখবর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি।
লাহোরে গভর্নর বালিগ উর রেহমানের বাসভবনে গত বৃহস্পতিবার নব নির্বাচিত মন্ত্রীদের শপথ গ্রহণ হয়। বিপিএলের কারণে দেশের বাইরে থাকায় শপথ গ্রহণ করতে পারেননি ওয়াহাব রিয়াজ। তবে পাকিস্তানের গণ মাধ্যম সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্বটা বুঝে নেবেন ৩৭ বছর বয়সী এ পেসার।
পারভেজ এলাহীর পর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই বিধান সভা ভেঙে দিয়েছেন মহসিন নাকভি। এরপর ১১ সদস্য বিশিষ্ট তত্ত্বাবধায়ক নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। সেখানে ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় ওয়াহাব রিয়াজকে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে পাঞ্জাব বিধান সভার নির্বাচন না হওয়া পর্যন্ত ওয়াহাব রিয়াজ এই পদেই থাকবেন।
চলতি বিপিএলে ইতিহাসের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট পেয়েছেন এ বাঁ-হাতি পেসার। পাকিস্তানের ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জয়ী দলটার অন্যতম সদস্য ছিলেন তিনি।