বার্সেলোনা চায় মেসিকে?

পেপ গার্দিওলার আমলের সর্বজয়ী দলের সদস্য লিওনেল মেসি ও জাভি দুজনেই। কাতালানদের হয়ে জিতেছেন সম্ভাব্য সবকিছুই। একজন মাঝমাঠের সৃষ্টিশীলতায় প্রতিপক্ষকে নাকানিচুবানি খাওয়ায়েন, আরেকজন প্রতিপক্ষের রক্ষনভাগকে চূর্ণ করে দিয়ে রাজত্ব করতেন আক্রমণভাগে। মেসি-জাভি জুটিটা ফুটবল পিচে দেখাও যেন ছিলো চোখের জন্য দারুণ প্রশান্তির।

সেই জাভি এখন বার্সেলোনার কোচ। জাভি কোচ হয়ে আসার আগের মৌসুমেই দুই যুগের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ছেড়েছেন লিওনেল মেসি। মেসি বার্সেলোনা ছেড়ে যাবার পর কাতালান ক্লাবটির সময়ও ভালো যাচ্ছে না। জাভির কোচিংয়ে খারাপ সময় থেকে ধীরে ধীরে উঠে আসছে তারা।

দুই বছরের চুক্তিতে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) এসেছিলেন লিওনেল মেসি। এই মৌসুম শেষেই তাই পিএসজির সাথে চুক্তি শেষ হচ্ছে ক্ষুদে জাদুকরের। গুঞ্জন আছে বেতন বৃদ্ধির ইস্যুতে চুক্তি নবায়নে আগ্রহী নন মেসি। তাই বার্সালোনা ভক্তরা আশায় বুক বেধেছেন ঘরের ছেলেকে আবারো নিজেদের ঘরে ফিরে পাবার।

কোচ জাভিকে নিজের পুরোনো সতীর্থের বার্সায় ফেরার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে জাভি জানান মেসির জন্য বার্সার দরজা সবসময় খোলা। ‘মেসির সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। সে যদি আবারো বার্সেলোনায় আসে তাহলে সেটি হবে দারুণ। আমরা তাকে স্বাগত জানাব।’

যদিও বার্সা সভাপতি লাপোর্তা যতদিন আছেন ততদিন মেসি কাতালুনিয়ায় ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মেসির ভাই। তাই মেসি পিএসজির সাথে চুক্তি নবায়ন না করলে বার্সেলোনা ছাড়াও যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি কিংবা মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজও আছে মেসির নতুন গন্তব্যের আলোচনায়।

জাভি বলেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড়কে দলে পেলে আমরা অবশ্যই আনন্দিত হব। সে যেকোনো দলের জন্য দারুণ প্রাপ্তি।’ জাভির এমন মন্তব্যের পর ঘরের ছেলেকে ঘরে ফিরে পেতে আবারো আশায় বুক বাধবেন হয়তো ভক্তরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link