ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি। কিন্তু দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের কপালে এখনই চিন্তার ভাজ। কারণ তাদের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার পড়েছেন ইনজুরিতে।
সেই ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আহমেদাবাদ টেস্ট খেলতে পারেননি এ ব্যাটার। অনিশ্চয়তা রয়েছে আইপিএল খেলা নিয়েও। এখন আইয়ারের জায়গায় কলকাতাকে নেতৃত্ব দিবেন কে? কার উপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট? খেলা ৭১ খুঁজেছে সেই প্রশ্নেরই উত্তর। চলুন দেখে নেওয়া যাক।
- আন্দ্রে রাসেল
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা। আইপিএল থেকে শুরু করে বিপিএল, পিএসএল, সিপিএল- সব জায়গাতেই দাপিয়ে বেড়িয়েছেন। নাইট রাইডার্সদের দলেও গুরুত্বপূর্ণ সদস্য তিনি। আইপিএল ক্যারিয়ার বিবেচনা করলে সিংহভাগ মৌসুম কাটিয়েছেন এই দলের হয়েই।
এখন পর্যন্ত কলকাতার হয়ে প্রায় ১৭৮ স্ট্রাইকরেটে ২০৩৫ রান আর ৮৯ টা উইকেট নিয়েছেন। সব মিলিয়ে দলের অটোমেটিক চয়েস তিনি। আইয়ারের পরিবর্তে তাই অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠতে পারে আন্দ্রে রাসেলের হাতে। এর আগে বিপিএলে ও সিপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বিপিএলের ইতিহাসের রাজশাহী কিংস যে একবার শিরোপা জিতেছে তা এসেছিল এই হার্ড হিটারের অধিনায়কত্বেই। তাই কলকাতার অন্তর্বর্তীকালীন অধিনায়ক হওয়ার দৌড়ে আন্দ্রে রাসেলই এগিয়ে থাকছেন।
- সুনীল নারাইন
আইপিএল ক্যারিয়ারে সুনীল নারাইন এই একটি দলের হয়ে খেলে গিয়েছেন। এই দলটার সাথে তাঁর সুদীর্ঘ এক পথচলা। সেই যাত্রায় কলকাতাকে সামলানোর দায়িত্ব আসতে পারে নারাইনের কাঁধে।
তবে, নারাইনের অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই বললেই চলে। আইপিএলের মতো বড় আসরে তাই নারাইনের উপর এমন গুরুদায়িত্ব তুলে দেওয়ার ক্ষেত্রে কলকাতা ম্যানেজমেন্ট নিশ্চিতভাবেই বারবার চিন্তা করবে।
তবে শ্রেয়াস আইয়ার তো আর পুরো আইপিএল মৌসুম মিস করছেন না। বড়জোড় শুরুর ৩-৪ ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তাই স্বল্প মেয়াদের ভাবনায় নারাইনকে দিয়েও কাজ চালিয়ে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স।
- নিতিশ রানা
বিদেশিদের ভিড়ে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শুধু নিতিশ রানাই কলকাতাকে নেতৃত্ব দেওয়ার বিবেচনায় থাকতে পারেন। কারণ কলকাতার একাদশে এ বাঁ-হাতি ব্যাটার অটোমেটিক চয়েস।
তাছাড়া ঘরোয়া ক্রিকেটে দিল্লিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কলকাতাকে নেতৃত্ব দিতে পারেন নিতিশ রানা।
- সাকিব আল হাসান
এই তালিকায় সর্বশেষ নামটি বিস্ময়ে ডোবাতে পারে। প্রথমত কলকাতার একাদশে সাকিব নিশ্চিতই নন। তার উপর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেললে কলকাতার হয়ে প্রথম দুটি ম্যাচ মিস করবেন তিনি। তারপরও কলকাতার অধিনায়ক হওয়ার দৌড়ে মোটেই পিছিয়ে নেই টাইগার কাপ্তান। আইপিএলে সবচেয়ে বেশিবার খেলেছেন এই দলের হয়েই।
আর কলকাতার এই দলটার মধ্যে অধিনায়কত্বের দিক দিয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞ সাকিব। তাছাড়া বিপিএল থেকে শুরু করে জাতীয় দলেও এই ফরম্যাটে ব্যাটে, বলে- দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব। কেকেআর টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই সেদিক গুলো বিবেচনায় রেখেছে।
তবে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে সাকিব অধিনায়কত্ব নেবেন কিনা, সেটিই এখন প্রশ্নের বিষয়। কারণ কিছুদিন আগেই জানিয়েছেন, আগে দল, তারপরে আইপিএল।
তবে গুঞ্জন আছে, আইপিএল খেলার জন্য টেস্ট না খেলেই চলে যেতে পারেন সাকিব। আর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথাতেও স্পষ্ট, যেকোনো সময় সাকিবকে এনওসি দিতে তাদের বাঁধা নেই।