আইপিএল আসবে আর সাকিব আল হাসানের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে তোলপাড় হবে না এটা যেন অবাস্তব বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবার সাকিবের সাথে যুক্ত হয়েছে প্রথমবারের মত আইপিএলে সুযোগ পাওয়া লিটন দাসের এনওসির বিষয়টিও।
টেস্টে বাংলাদেশের অধিনায়ক আর সহ-অধিনায়ক আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার আগে নাকি পরে আইপিএলে যোগ দেবেন সেটিই এখন আলোচনার বিষয় বাংলাদেশ ক্রিকেটে। তবে সাকিব-লিটন যখনই যোগ দিক না কেন, এই দুই ক্রিকেটারের জন্য পথ চেয়ে আছেন তাদের দল কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পন্ডিত।
রঞ্জি ট্রফি জয়ী কোচ চন্দ্রকান্ত পন্ডিত এই মৌসুমেই কেকেআরের নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। দুইবারের চ্যাম্পিয়ন কলকাতার প্রথম দেশি কোচও তিনি। ৩১ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের আগে কেকেআরের নতুন অধিনায়ক নিতীশ রানাকে নিয়ে যোগ দেয়া সংবাদ সম্মেলনে কোচ চন্দ্রকান্ত জানান, সাকিব-লিটন যখনই দলে যোগ দিক, তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি।
সংবাদ সম্মেলনে চন্দ্রকান্ত বলেন, ‘আমরা তাদের (সাকিব-লিটন) সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। তারা খুব শীঘ্রই দলে যোগ দেবে। শারীরিক ভাবে তারা দলের সাথে না থাকলেও মানসিক ভাবে তারা দলের সাথেই আছে। আশা করছি দুজনকে দ্রুতই পাব আমরা। এই মুহূর্তে তারা আন্তর্জাতিক সিরিজে ব্যস্ত আছে।’
আইপিএলের এবারের আসরে কেকেআরের প্রথম ম্যাচ ১লা এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে। এদিকে ৩১ মার্চ টি-টোয়েন্টি সিরিজ শেষ হবার পর ৪ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ আয়ারল্যান্ড একমাত্র টেস্ট। সেই টেস্ট থেকে ছুটি চেয়ে ইতোমধ্যেই বিসিবিতে আবেদন করেছেন সাকিব ও লিটন।
সাকিবের আইপিএলে খেলার অনাপত্তিপত্র নিয়ে জলঘোলা হওয়াটা নতুন কিছু নয়। কদিন আগেও সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, দেশের হয়ে খেলাটা আগে। তাই টেস্ট ম্যাচ খেলেই আইপিএলে যেতে হবে সাকিব ও লিটনকে।
তবে এখন আবার গুঞ্জন শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি সিরিজের পরেই আইপিএলে খেলার অনাপত্তিপত্র পেতে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। লিটনের বিষয়টা এখনো নিশ্চিত না হলেও এখন পর্যন্ত লিটনেরও সাকিবের সাথে একই সময়ে অনাপত্তিপত্র পাবার কথা নিশ্চিত করেছে বিসিবির কয়েকটি সূত্র।
এদিকে সাকিব-লিটনদের আইপিএলে খেলার অনাপত্তিপত্র পত্র দেয়া নিয়ে প্রছন্ন একটা চাপও আছে। কয়েকটি ভারতীয় গণমাধ্যম কয়েকদিন আগেই খবর ছাপিয়েছিল, ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি দেয়া নিয়ে গড়িমসি করায় বাংলাদেশের খেলোয়াড়দের ওপর অলিখিত একটি নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আইপিএলের দল গুলো।
তাই অনিচ্ছ্বা সত্ত্বেও আইপিএলের শুরু থেকেই সাকিব-লিটনকে অনাপত্তিপত্র দিতে যাচ্ছে বিসিবি তা অনেকটাই নিশ্চিত। সে ক্ষেত্রে ৩১ মার্চ আয়ারল্যান্ড সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেই মোহালিতে দলের সাথে যোগ দিতে যাচ্ছেন সাকিব ও লিটন। সে ক্ষেত্রে টেস্টে বাংলাদেশের অধিনায়ক ও সহ অধিনায়ককে ছাড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ।