বার্সেলোনার ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড ‘ছিনতাই’

লিওনেল মেসি দল ছাড়ার পর থেকেই পুন:গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। শুধু মেসিই নন, অনেক অভিজ্ঞ খেলোয়াড়ই দল ছাড়ায় নতুন খেলোয়াড়দের নিয়েই দল সাজাতে হচ্ছে কোচ জাভিকে। খালি চোখেই বার্সেলোনার স্কোয়াডে দূর্বলতার অভাব নেই কোনো। কিন্তু সেই দূর্বলতা কাটাতে যে নতুন খেলোয়াড় দলে ভেরাবে কাতালানরা সেখানেও দেখা দিয়েছে সমস্যা। বাজেট ঘাটতিতে নিজেদের পছন্দসই খেলোয়াড় দলে টানতে পারছে না বার্সা।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ একের পর ব্রাজিলিয়ান প্রতিভাবান কিশোর খুঁজে বের করে দলে ভেরাচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোরা এখন রিয়ালকে জেতাচ্ছেন একের পর এক ম্যাচ। এরই মধ্যেই ১৬ বছর বয়সী আরেক ব্রাজিলিয়ান ‘ওয়ান্ডার কিড’ এন্ড্রিক ফিলিপেকে দলে পাওয়াও নিশ্চিত করে রেখেছে রিয়াল। বার্সেলোনাও ব্রাজিলিয়ান আরেক বিস্ময় বালক ভিতর রোকেকে দলে ভেরানোর প্রক্রিয়ার মধ্যেই ছিলো এতদিন।

ব্রাজিলিয়ান লিগে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটনো রোকেকে নিয়ে আলোচনা ছিলো চারদিকে। ইউরোপের অনেক বড় বড় ক্লাবই আগ্রহী ছিলো রোকের প্রতি। কিন্তু ১৮ বছর বয়সী রোকেই জানিয়েছিলেন বার্সেলোনার জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন তাঁর। আগামী মৌসুমের দলবদলের জন্য বার্সেলোনার অন্যতম প্রধান লক্ষ্য ছিলো এই রোকে।

ব্রাজিলিয়ান লিগে নিজের প্রতিভার প্রমাণ রাখার পর গত সপ্তাহেই মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছে ভিতর রোকের। ব্রাজিলের ভবিষ্যত তারকাও মনে করা হচ্ছে তাকে। রবার্ট লেভানডফস্কির বিকল্প হিসেবে ভবিষ্যতের জন্য একজন সেন্ট্রাল ফরোয়ার্ড গড়ে তুলতে রোকের মত কারো দিকেই চেয়ে ছিলো বার্সা।

কিন্তু বার্সার এই আশায় জল ঢেলে দিয়েছে আর্থিক দূরাবস্থা। বেশ কিছু মৌসুম ধরেই আর্থিক দুরাবস্থার জন্য বড় কোনো সাইনিং করায়নি কাতালানরা। এবার সব কিছু প্রায় ঠিকঠাক হয়ে যাওয়া ভিতর রোকেকেও হাতছাড়া হতে যাবার পথেই আছে বার্সা। স্প্যানিশ সংবাদ মাধ্যম গুলোর মতে, ভিতর রোকেকে দলে ভেরানো থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে কাতালানরা।

ক্লাবের বাজেট ঘাটতিই যার মূল কারণ। এই কারণে সামনের আরো কয়েক মৌসুমেও বড় কোনো সাইনিং করার সম্ভাবনাও নেই বার্সার। এমনকি ১৮ বছর বয়সী ভিতর রোকেকে কেনার মত অর্থও আপাতত নেই বার্সার, এমনটাই মনে করেন রোকের এজেন্ট।

বার্সেলোনার রোকেকে কেনার সামর্থ্য নেই বলেও মনে করছেন তাঁর এজেন্ট। রোকেকে দলে ভেরাতে ইতোমধ্যেই মাঠে নেমেছে আরো কিছু ইউরোপীয়ান ক্লাব। ইংলিশ জায়ান্ট আর্সেনালের সাথে আলোচনা বেশ খানিকটা এগিয়ে নিয়েছেন রোকের এজেন্ট।

রোকের আর্সেনালে যোগ দেয়া নিয়ে আলোচনা করতে এখন লন্ডনেই আছেন তাঁর এজেন্ট। রোকেকে না পেলে আর্সেনালেরই ফরোয়ার্ড অবামেয়াংকে দলে ভেরানোর চেষ্টা করবে বার্সা।

সে ক্ষেত্রে ৩৬ বছর বয়সী লেভানডফস্কির বিকল্প হিসেবে ক্ষণস্থায়ী একটা সমাধান হয়তো পাবেন জাভি। কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে দল গোছাতে চাইলে তরুণ প্রতিভাদের দলে ভেরানোর দিকেই মনযোগী হতে হবে বার্সেলোনাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link