মেসি নাকি রোনালদো, শীর্ষ দলের বিপক্ষে কে সেরা?

লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বৈরথ, বেশ পুরনো। এ দুই ফুটবল মহারথীর মধ্যে কে সেরা, তা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে তুমুল তর্ক বিতর্কের যেন কোনো শেষ নেই। এক পক্ষের কাছে মেসি সেরা, তো আরেক পক্ষে কাছে রোনালদো।

অবশ্য কাতার বিশ্বকাপ জিতে নি:সন্দেহে নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন মেসি। অনেকের দৃষ্টিতেই, সর্বকালের সেরার দৌড়ে রোনালদোকে পিছনে ফেলেছেন মেসি। তারপরও পরিসংখ্যানের মাপকাঠিতে কেউই কিন্তু একক শ্রেষ্ঠত্বে সেরা নন। এক জায়গায় মেসি এগিয়ে, তো অন্য জায়গায় রোনালদো। এ যেন এক ইঁদুর-বিড়াল খেলা।

এই যেমন আন্তর্জাতিক বিরতিতে সম্প্রতি আর্জেন্টিনার হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল। আর অন্যদিকে, সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুজন যে ফুরিয়ে যাননি সেই প্রমাণ মিলেছে শেষ দুই ম্যাচেও।

আন্তর্জাতিক বিরতিতে পানামা এবং কুরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৪ গোল করেছেন মেসি। আবার ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের দুই ম্যাচে রোনালদোও করেছেন ৪টি গোল। এই মুহূর্তে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির গোলসংখ্যা ১০২, আর পর্তুগালের হয়ে রোনালদোর গোল ১২২ টি। তবে প্রশ্ন হচ্ছে, এই গোল গুলোর মধ্যে র‍্যাংকিংয়ের শীর্ষ দেশগুলোর বিপক্ষে কার গোল সংখ্যা সবচেয়ে বেশি?

সম্প্রতি র‍্যাংকিংয়ে সেরা ১০ দলের বিপক্ষে মেসি ও রোনালদোর গোলের পরিসংখ্যান তুলে ধরেছে স্প্যানিশ ক্রীড়া গণমাধ্যম মার্কা। সেরা ১০ দল হিসেবে বর্তমান র‍্যাংকিং বিবেচনা করেই এ পরিসংখ্যান তুলে ধরা হয়। যেখানে সেরা ১০ দল হিসেবে ছিল, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন।

তো আর্জেন্টিনা বাদে, ক্যারিয়ারে বাকি যে ৯ দলের বিপক্ষে মেসি খেলেছেন,  সেই দলগুলোর বিপক্ষে তাঁর গোল ১৫টি। যেখানে সবচেয়ে বেশি গোল পেয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। একটি হ্যাটট্রিকসহ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মেসি গোল করেছেন ৫টি।

এ ছাড়া ফ্রান্সের বিপক্ষে ৩টি, ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩টি, স্পেনের বিপক্ষে ২টি, নেদারল্যান্ডসের বিপক্ষে ১টি এবং পর্তুগালের বিপক্ষে ১টি গোল করেছেন মেসি। অবশ্য ইতালি ও বেলজিয়ামের বিপক্ষে ১টি করে ম্যাচ খেললেও কোনো গোল করতে পারেননি তিনি। আর এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচে মুখোমুখি হওয়া হয়নি মেসির।

অপর দিকে, র‍্যাংকিংয়ে থাকা সেরা দশ দলগুলোর বিপক্ষে গোলসংখ্যায় মেসির চেয়ে একটু পিছিয়ে রোনালদো। এই দলগুলোর বিপক্ষে রোনালদো গোল করেছেন ১৪ টি। সবচেয়ে বেশি গোল পেয়েছেন নেদারল্যান্ডসের বিপক্ষে, ৪ টি। ৩টি করে গোল করেছেন বেলজিয়াম আর স্পেনের বিপক্ষে। ফ্রান্সের বিপক্ষে করেছেন ২ টি গোল। আর ১টি করে গোল পেয়েছেন আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।

মেসির মতো ইতালির বিপক্ষেও ক্যারিয়ারে কোনো গোল করতে পারেননি রোনালদো। এ ছাড়াও, ব্রাজিল আর ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ খেললেও এখনও কোনো ম্যাচে স্কোরশিটে নাম লেখাতে পারেননি সিআরসেভেন।

প্রসঙ্গত, ক্লাব ক্যারিয়ারে বহুবার দুজন একই ম্যাচে গোল করলেও আন্তর্জাতিক ফুটবলে, মেসি আর রোনালদো একই ম্যাচে গোল পেয়েছেন একটি মাত্র ম্যাচে। ২০১১ সালে আর্জেন্টিনা আর পর্তুগাল মধ্যকার সে প্রীতি ম্যাচে দুজনই গোল পেয়েছিলেন। তবে ম্যাচটা ২-১ গোলে জিতেছিল মেসির আর্জেন্টিনা।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link