উদ্বোধনী ব্যাটাররা যখন নিজেদের কাজটা ঠিকঠাক করেন তখন যেকোনো দলের জন্যই কাজটা হয়ে যায় দারুণ সহজ। রাজস্থানের হয়ে সেই কাজটাই আরেকবার করলেন যশস্বী জয়সওয়াল আর জস বাটলার।
এই দুই ব্যাটার ব্যাট হাতে রাজস্থানকে দারুণ সূচনা এনে দিয়ে ম্যাচ জেতালেন আরো একবার। বাটলার-জয়সওয়াল-হেটমায়ারদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোল্ট-অশ্বিনদের দারুণ বোলিংয়ে দিল্লীকে ৫৭ রানে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিলো রাজস্থান রয়্যালস।
গৌহাটিতে টস হেরে ব্যাট করতে নেমে বরাবরের মতই রাজস্থানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার জস বাটলার ও ইয়াশাসভি জয়সওয়াল। খলিল আহমেদের করা প্রথম ওভারেই রীতিমতো ঝড় বইয়ে দেন জয়সওয়াল। প্রথম ওভারেই তিনি তুলে নেন ২০ রান। ৮.২ ওভারের এই দুই ওপেনারের উদ্বোধনী জুটি পৌঁছে যায় ৯৮ রানে।
মাত্র ২৫ বলে অর্ধশতক তুলে নেন জয়সওয়াল। নবম ওভারে মুকেশ কুমারের বলে আউট হবার আগে ৩১ বলে ১১ চার ও এক ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। অন্য প্রান্তে থেমে থাকেননি বাটলারও। ৫১ বলে জয়সওয়ালের সমান ১১ চার ও এক ছক্কায় ৭৯ রান করে একই ভাবে মুকেশ কুমারের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন বাটলার।
মাঝে সানজু স্যামসন ও রিয়ান পরাগ দ্রুত আউট হলেও শেষ দিকে শিমরন হেটমায়ারের ক্যামিওতে বড় সংগ্রহ পায় রাজস্থান রয়েলস। ২১ ভলে চারটি ছক্কা ও একটি চারে ৩৯ রান করেন হেটমায়ার। শেষ পর্যন্ত চার উইকেটে ১৯৯ রানে থামে রাজস্থান রয়েলস। দিল্লীর হয়ে ৩৬ রানে দুই উইকেট নেন মুকেশ কুমার।
২০০ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জোরা ধাক্কা খায় দিল্লী। ট্রেন্ট বোল্ট শুরুতেই দিল্লীর ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। কোনো রান যোগ না করেই বোল্টের বলে আউট হয়ে ফিরে যান পৃথ্বী শ ও মানিশ পান্ডে।
প্রথম ওভারে এমন ধাক্কা খাবার পর আর ঘুরে দাড়াতে পারেনি দিল্লী। এরপর দলীয় ৩৬ রানে রাইলি রুশোও অশ্বিনের বলে আউট হয়ে ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে দিল্লী।
এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন দিল্লী ওপেনার ডেভিড ওয়ার্নার। আরেক প্রান্তে ললিত যাদব দিল্লীর ইনিংসকে কিছুটা গতি দেবার চেষ্টা করলেও ২৪ বলে ৩৮ রান করে তিনিও শিকার হন ট্রেন্ট বোল্টের। বাকি ব্যাটাররা যাওয়া আসার মিছিলে থাকলে আর ঘুরে দাঁড়ানো হয়নি দিল্লীর।
শেষ পর্যন্ত ৫৫ বলে ৬৫ রান করে আউট হন অধিনায়ক ওয়ার্নার। আর দিল্লীর ইনিংস থামে ১৪২ রানে। ৫৭ রানের বড় ব্যাবধানে হেরে এখনো টুর্নামেন্টে প্রথম জয়ের প্রহর গুনছে দিল্লী। টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে তিনটিই হারলো মুস্তাফিজুর রহমানের দিল্লী। অন্যদিকে তিন ম্যাচ খেলে দ্বিতীয় জয় পেলো রাজস্থান।