পাকিস্তানের ক্রিকেট কাঠামোটা একটু ভিন্ন। এ দেশের সিংহভাগ ক্রিকেটারেই সকল সিঁড়ি বেঁয়ে বেঁয়ে উপরে উঠতে হয়। তো সেই যাত্রায় বয়সভিত্তিক ক্রিকেটের গণ্ডি পেরিয়ে প্রতিভাবান ক্রিকেটারদের জায়গা হয় ‘পাকিস্তান শাহিনস-এ’। যেটি বিভিন্ন দেশে ‘এ’ দল হিসেবে বিবেচিত হয়। সামনেই পাকিস্তানের এ দলটি জিম্বাবুয়ে সফরে যাচ্ছে। আর সেই সফরের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক পেসার আইজাজ চিমাকে।
এমন দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার। জানিয়েছেন নিজস্ব প্রতিক্রিয়াও। পাকিস্তানের গণমাধ্যমে নিজের নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘আমি বেশ রোমাঞ্চিত। বরাবরই পাকিস্তানের তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করি। পাকিস্তান শাহিনস দলের কোচ হিসেবে দায়িত্ব দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাকে সেই সুযোগ করে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
পাকিস্তানের এই দলটা থেকেই যে পাকিস্তানের ভবিষ্যৎ তারকা উঠে আসবে, এমন সম্ভাবনার কথা উঠে এসেছে আইজাজ চিমার কণ্ঠে। এ ক্ষেত্রে তিনি ২০ বছর বয়সী হাসিবুল্লাহ খানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দারুণ প্রতিভা আছে ওর মধ্যে। ওকে শুধু সময় দেওয়া উচিৎ। ও পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য রাখে।’
আইজাজ চিমার এমন ভবিষ্যদ্বাণীতে অবশ্য কোথাও ভুল নেই। এখন পর্যন্ত লিস্ট এ ক্রিকেটে দারুণ সফল হাসিবুল্লাহ। মাত্র ২৪ ম্যাচ খেলেছেন। এর মাঝেই তুলে নিয়েছেন ৫ টা সেঞ্চুরি। একই সাথে ১০০০ রান টপকে গড়টাও ধরে রেখেছেন ৫০ এর উপরে, ৫০.৬৫!
আন্তর্জাতিক ক্রিকেটে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রতিভাবান ক্রিকেটারদের জন্য পিসিবি’র এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন আইজাজ চিমা। এ নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান শাহিনস দল তৈরি সব কৃতিত্ব পিসিবি’র। এতে করে পাকিস্তানের ব্যাকআপ প্লেয়ার আরো সমৃদ্ধ হবে। অনেক বিকল্প তৈরি হবে। যা একটা সময় পর পাকিস্তানের ক্রিকেটে বেশ কাজে দিবে।’
প্রসঙ্গত, জিম্বাবুয়ে সফরে ৬ টা ওয়ানডে আর ২ টা চার দিনের ম্যাচ খেলবে পাকিস্তান শাহিনস। পাকিস্তানের এ দলকে নেতৃত্ব দিবেন ইমারন বাট। পাকিস্তান শাহিনসের অধিনায়ক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে বছর দুয়েক আগেই অভিষেক হয়েছিল ইমরানের।
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৬টা টেস্ট খেলেছেন এ ব্যাটার। তবে ব্যাট হাতে তেমন পারফর্ম করতে না পারায় দল থেকে বাদও পড়ে যান দ্রুতই। অবশ্য সুযোগ ফুরিয়ে যায়নি। পাকিস্তান শাহিনসের হয়ে পারফর্ম করে আবার জাতীয় দলে ফিরতে পারেন এ ক্রিকেটার।