প্রাথমিক দল ঘোষণা: নবীন-প্রবীনের সমন্বয়

সকালেই জানিয়ে দেওয়া হয়েছিল, আজই ঘোষণা করা হবে প্রাথমিক দল। কারণ, চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়েই দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।

বহুল প্রতিক্ষীত এই সিরিজের জন্য কেমন হল প্রাথমিক দল? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া ওয়ানডে সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দলে নেই মাশরাফি বিন মর্তুজা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন সাকিব আল হাসান। একগাদা তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে।

ওয়ানডের প্রাথমিক দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য পেসার শরিফুল ইসলাম ও টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। দু’জনই ক’দিন আগে শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দারুণ ফর্মে ছিলেন। এছাড়া তরুণদের মধ্যে আছেন মোহাম্মদ নাঈম শেখ, হাসান মাহমুদ ও শেখ মেহেদী হাসান। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ১৪ ও ১৬ জানুয়ারি দুটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলার পর ওয়ানডে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন নির্বাচকেরা।

মুমিনুল হক সৌরভের নেতৃত্বে দেওয়া টেস্ট দলে আছে চমক। দলে আছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তিনি ওয়ানডে স্কোয়াডেও আছেন। আগে ওয়ানডে দলে ডাক পেলেও এখনো কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি তাঁর।

টেস্ট দলের জন্যও বিবেচনা করা হচ্ছে পেসার হাসান মাহমুদকে। যথারীতি টেস্টের প্রাথমিক দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। দু’টি দলেই আছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। দলদু’টির জন্য আলাদা করে কোনো সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

  • ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাসকিন আহমেদ, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন।

  • টেস্ট স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান এবং এবাদত হোসেন।

এর আগে গত ৩১ জানুয়ারি দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। গত কয়েকটা সিরিজ ধরেই জৈব সুরক্ষা বলয়ের ভিতর ছিলো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। বায়ো বাবলের ধকল কাটাতে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ক্রিকেটাররা।

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচী:

  • ১০ জানুয়ারি: বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ,
  • ১৮ জানুয়ারি: ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: বিকেএসপি, সাভার,
  • ২০ জানুয়ারি: প্রথম ওয়ানডে, ভেন্যু: শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম,
  • ২২ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু: শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম,
  • ২৫ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম,
  • ২৮-৩১ জানুয়ারি: চারদিনের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: এম এ আজিজ স্টেডিয়াম,
  • ৩-৭ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম,
  • ১১-১৫ ফেব্রুয়ারি: দ্বিতীয় টেস্ট, ভেন্যু: শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link