জাতীয় দলের জন্য আইপিএলের ডাক উপেক্ষা করেছেন গত বছরই। আইপিএলে খেলাটা তাঁর স্বপ্ন হলেও জাতীয় দলের জন্য সব কিছুই ছাড়তে প্রস্তুত তাসকিন আহমেদ। এবার বিশ্বকাপের জন্য পুরো ফিট থাকতে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন।
ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের হয়ে লাল বলের ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। তবে দেশসেরা পেসারকে পুরোপুরি ফিট রাখতে সেখানে খেলার অনুমতি দেননি হেডকোচ চান্দিকা হাতুরুসিংহে।
আরো দুই মাস আগেই ইয়র্কশায়ারের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। যার নেপথ্যে আবার তাসকিনের সাবেক গুরু বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসন।
বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর গিবসন কাজ করছেন ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের হয়ে। গত বছরও কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। তবে সেবার বাঁধ সেধেছিল ইনজুরি।
এবার অবশ্য তাসকিন পুরোপুরি ফিট এখন। তবে বিশ্বকাপের আগে দলের প্রাইম পেস বোলারকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে রাজি নন হাতুরু। যার কারণে সিরিজের আগেই ফিট হয়ে যাবার সম্ভাবনা থাকার পরেও আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের দলে রাখা হয়নি তাসকিনকে।
এমনকি এখন পূর্ণ ফিট হলেও তাসকিনকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে না রাখার সম্ভাবনাই বেশি।বিশ্বকাপের বছরে তাসকিনের ওয়ার্কলোড নিয়ে বেশ সিরিয়াস হাতুরু।
লাল বলে তো খেলাবেনই না, জানা গেছে হাতুরু আফগানিস্তানের সাদা বলেও দলের সেরা পেসারকে খেলাবেন বিশ্রাম দিয়ে। এমনকি এ বছর ঘরোয়া ক্রিকেটে কোনো লাল বলের টুর্নামেন্টই খেলার ব্যাপারে তাসকিনের বারণ আছে হাতুরুর পক্ষ থেকে।
যদিও হাতুরুর প্রেসক্রিপশন ছিল লাল না হয়ে সাদা বলের ক্রিকেট হলে কাউন্টিতে খেলতে যেতে পারেন তাসকিন। কিন্তু ইয়র্কশায়ার তাসকিনকে চায় শুধুই লঙ্গার ভার্সনের জন্য। শুধু তাসকিনই নয়, বিশ্বকাপের আগে সব খেলোয়াড়েরই ওয়ার্কলোড নিয়ে বরাবরই সিরিয়াস হাতুরু।
এর আগে ২০১৫ বিশ্বকাপে হাতুরুর অধীনে খেলতে গিয়েছিল বাংলাদেশ। তখন বিশ্বকাপের ঠিক আগেই ছিল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে গিয়ে কোনো ক্রিকেটার যেন ইনজুরিতে না পড়েন কিংবা খেলোয়াড়দের বিশ্রাম যেন পর্যাপ্ত হয় সেই ব্যাপারে নির্দেশনা দিতে ঘরোয়া লিগের সব কোচদের ডেকে পাঠিয়েছিলেন হাতুরু।
এবারও বিশ্বকাপের পাঁচ মাস বাকি থাকতে দলের খেলোয়াড়দের দিকে আলাদাভাবে মনযোগ দিচ্ছেন লংকান এই কোচ। জানা গেছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলতে চেয়েছিলেন তাসকিন।
কিন্তু লাল বলের ক্রিকেট খেলিয়ে তাসকিনকে ঝুঁকিতে ফেলতে রাজি নন হাতুরু। তাই দলের ফেরার অপেক্ষাটা আরেকটু বাড়লো তাসকিনের। কাউন্টি লিগের আগে জাতীয় দলের কারণে পিএসএলে খেলার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন।