পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে আজ। প্লেয়ার্স ড্রাফটে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ও মোহাম্মাদ সাইফউদ্দিন সহ ২০ জন বাংলাদেশি ক্রিকেটার থাকলেও তাদের দলে নেয়নি কোন ফ্র্যাঞ্চাইজি। যার ফলে পিএসএলের এবারের আসরে দেখা যাবে না কোন বাংলাদেশি ক্রিকেটারকে।
বাংলাদেশের এক মাত্র ক্রিকেটার হিসাবে প্লেয়ার্স ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন মোস্তাফিজুর রহমান ও ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের প্রতি আগ্রহ দেখায়নি কোন দলই।
এছাড়া গোল্ডেন ক্যাটাগরিতে ছিলেন আবুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ। এই ক্যাটাগরিতে থাকা সবাইও ছিলেন অবিক্রিত।
সিলভার ক্যাটাগরিতে ছিলেন ৭ জন বাংলাদেশি ক্রিকেটার। এদের প্রতিও আগ্রহ দেখায়নি কোন দল। এই ক্যাটাগরিতে ছিলেন আবু সায়েম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ।
ড্রাফট সামনে রেখে নিজেদের রিটেইন ক্রিকেটার ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের নাম আগেই জমা দিয়েছিলো ফ্র্যাঞ্চাইজি গুলো। পিএসএলের গত আসরে খেলা তামিম ইকবালকেও ছেড়ে দিয়েছে লাহোর কালান্দার্স।
পিএসএলের ৬ষ্ঠ আসর শুরু হবে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২২ মার্চ। আসরের উদ্বোধনী ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পয়ান করাচি কিংস।
এর আগে বাংলাদেশি হিসাবে পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় ও মুশফিকুর রহিমের। গত বছরের শেষের দিকে শেষ হওয়া সর্বশেষ পিএসএলে ডাক পেয়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। করোনা পজেটিভ হওয়াতে মাহমুদউল্লাহ যেতে না পারলেও পিসএলের গত আসরে মাঠ মাতিয়েছেন তামিম।
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা:
প্লাটিনাম ক্যাটাগরি: মুস্তাফিজুর রহমান
ডায়মন্ড ক্যাটাগরি: মাহমুদউল্লাহ রিয়াদ
গোল্ডেন ক্যাটাগরি: আবুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।
সিলভার ক্যাটাগরি: আবু সায়েম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ