বিশ্বকাপে মেন্টর হয়ে লাভ কি? প্রশ্ন মাশরাফির!

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অবসর ভেঙে তামিম ইকবালের ফেরায় বড় অবদান আছে মাশরাফি বিন মুর্তজার। নিয়মিত এই অধিনায়ক ছাড়াও মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের প্রায় সব ক্রিকেটারের সবচেয়ে কাছের বড় ভাই আর অভিভাবকও বটে।

সে জন্য ওয়ানডে বিশ্বকাপে মেন্টর হিসেবে মাশরাফিকে চেয়েছিলেন তামিম।  প্রধানমন্ত্রীকে মাশরাফির উপস্থিতিতেই নিজের চাওয়ার কথা জানান তামিম। ক্রীড়াপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রীও রাজি হয়েছেন সেই প্রস্তাবে।

এখন তাই সবকিছু নির্ভর করছে নড়াইল এক্সপ্রেসের ইচ্ছের ওপর। প্রথমবারের মত সেই ইস্যুতে মুখ খুললেন মাশরাফি। গণমাধ্যমকে মাশরাফি জানান, তামিম কেন এমন আবদার করেছেন প্রধানমন্ত্রীর কাছে – সেটা বোধগম্য নয় মাশরাফির।

তিনি বলেন, ‘মেন্টরে লাভ কী? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, তামিম কেন চাচ্ছে। মেন্টরের কাজটা কী আমি জানি না। দলের প্রয়োজনে সে রকম পরিস্থিতি আসলে তখন বলা যাবে। এখন এই মুহুর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দিব? এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না।’

অবশ্য, তামিম ইকবালের নিজেরই অবশ্য বিশ্বকাপ খেলাটা এখনও নিশ্চিত নয়। সেটা নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর। আগামী ২৯ জুলাই থেকে বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link