তামিম ইকবালের কোমরের ইনজুরি বেশ পুরনো। আর সেই ইনজুরির কারণেই তিনি এখন রয়েছেন মাঠে ফেরার অনিশ্চয়তায়। আগেই জানিয়ে দিয়েছেন, থাকছেন না এশিয়া কাপে।
তবে ইনজুরির কারণে সেই বিরতি যেন বিশ্বকাপ অবধি না গড়ায় তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিসিবি৷ এ জন্য প্রয়োজনে তামিম চাইলে বিদেশেও ফিটনেস ট্রেনিং করাতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
তবে তামিম কোন দেশে ট্রেনিং করতে চান, তা এখনো জানাতে পারেনি বিসিবি। মূলত, জাতীয় দলের ট্রেনার নিকোলাস লি ব্যস্ত আছে এশিয়া কাপের ক্যাম্পে।
২৬ আগস্ট থেকে তিনিও এশিয়া কাপের দলের সাথে থাকবেন। তাই এশিয়া কাপ শেষ না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না লি কে। বাংলাদেশে এই মুহূর্তে নেই কোনো আন্তর্জাতিক মানের ট্রেনারও।
কিন্তু, তামিম ইকবালের পুনবার্সন প্রক্রিয়ায় আন্তর্জাতিক ট্রেনারেরই প্রয়োজন। আর তাই এ সময়টায় বিদেশে ট্রেনিং করতে পারেন তামিম ৷ এতে বিসিবিরও কোনো আপত্তি নেই। তাদের ভাবনায় এখন যে কোনো মূল্যে ফিট তামিমকে বিশ্বকাপে পাওয়া।
এর আগে ইংল্যান্ডে কোমরের ব্যথা কাটিয়ে ওঠার জন্য দুই ডোজ ইনজেকশন নিয়েছিলেন তামিম। গত ৩১ জুলাই দেশে ফেরেন তিনি। দেশে ফেরার দিন সাতেক পরেও তিনি ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।