এমন অভিজ্ঞতা নিশ্চয়ই চাননি মিরাজ

চলতি এশিয়া কাপটা যেন সব রকম অভিজ্ঞতার ঝাপিই খুলে দিয়েছে মেহেদী হাসান মিরাজের সামনে। ওপেনিংয়ে নেমে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়ার পরের ম্যাচেই ভুলে যাওয়ার মত এক অভিজ্ঞতা হল এই অলরাউন্ডারের।

ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মত গোল্ডেন ডাক মারলেন বাংলাদেশের এই ক্রিকেটার। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ১ বল খেলে শূণ্যতে আউট হন মিরাজ। এই প্রথম ওয়ানডে ক্যারিয়ারে প্রথম বলে আউট হলেন মিরাজ।

ওয়ানডেতে প্রথম হলেও তিন ফরম্যাট মিলিয়ে পঞ্চমবারের মত গোল্ডেন ডাক মারলেন মিরাজ। এরমধ্যে টেস্টে ও টি-টোয়েন্টিতে দু’বার করে এবং ওয়ানডেতে একবার প্রথম বলেই আউট হলেন তিনি।

৩৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সর্বমোট ছয়বার, ৮০ ম্যাচের ওয়ানডেতে চারবার ও টি-টোয়েন্টিতে দু’বার শূণ্যতে আউট হয়েছেন মিরাজ। আফগানিস্তানের পর কেনই বা পাকিস্তানের বিপক্ষেও মিরাজ ওপেন করতে নামলেন? – এই প্রশ্ন উঠছেই। কারণ, লিটন দাস চলে আসার ফলে আর মেক শিফট ওপেনারের প্রয়োজন হওয়ার কথা নয় বাংলাদেশ দলের।

অন্যদিকে, মিরাজকে জায়গা দিতে গিয়ে তিন নম্বরে নামেন লিটন। এর আগ পর্যন্ত তিন নম্বরে খেলা নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিং ইনজুরির জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন।

পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে মুদ্রার এপিঠ-ওপিঠ দু’টোই দেখলেন মিরাজ। গত সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওপেনার হিসেবে নেমে ১১৯ বলে ১১২ রানের ইনিংস খেলেছিলেন মিরাজ। এবার প্রথম বলেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

পরে বল হাতে মিরাজ নেন ইমাম উল হকের উইকেট। যদিও তাতে শেষ রক্ষা হয়নি। সাত উইকেটে বড় পরাজয় নিয়ে সুপার ফোরের লড়াই শুরু করল সাকিব আল হাসানের দল।

এই পরিস্থিতিতে, নয় তারিখ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেই ম্যাচে ওপেন কে করবে? আবারও মিরাজ-নাঈম নাকি লিটন-নাঈম? উত্তর জানতে সময়ের অপেক্ষা করতেই হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link