এশিয়া কাপের সুপার ফোরে আর একটা মাত্র ম্যাচই বাকি বাংলাদেশের। ১৫ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারত। অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য দেশে। এসেছেন ব্যক্তিগত কাজে।
এর মধ্যে সাকিব হঠাৎ উপস্থিত হলেন জাতীয় সংসদে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানের সাথে জরুরী বৈঠক করতে দেখা গেল তাঁকে।
সোমবার একাদশ সংসদের অধিবেশন চলাকালে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সংসদে প্রবেশ করেন সাকিব। প্রথমে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সঙ্গে সংসদ লবিতে প্রায় ১৫ মিনিট ধরে বৈঠক করেন। বৈঠকের আলোচ্য বিষয় অবশ্য জানা যায়নি।
পরে নাজমুল হাসান পাপনের সঙ্গে বের হয়ে সংসদের প্রধানমন্ত্রী লবির দিকে যান। তখনও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রবেশ করেননি। সাকিব অপেক্ষায় থাকা অবস্থায় নাজমুল হাসান পাপন সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন।
ফলে, সাকিবকে একাই অপেক্ষা করতে হয়েছিল। এ সময় সাকিবের সঙ্গে ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করেন। এর প্রায় ২০ মিনিট পরে সাকিব আল হাসান প্রধানমন্ত্রীর লবি থেকে বিদায় নেন।