তানজিদ তামিম দ্য ওয়ান্ডার বয়

তামিম ইকবালের জায়গায় বিশ্বকাপ দলে তানজিদ হাসান তামিম! তামিমের অনুপস্থিতিতে তাই জুনিয়র তামিমের উপর প্রত্যাশার চাপ ছিল অসম। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নিজেকে রাঙিয়ে সেই চাপ কিছুটা সরিয়ে নিয়েছিলেন অবশ্য। তবে মূল মঞ্চে এসে ব্যর্থতার ডুব সাগরে পতিত হন এ ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটের কাঠিন্যে অনুমিত ভাবেই তাই সমালোচনার তিরে বিদ্ধ হতে হয়েছে তামিমকে। তবে টিম ম্যানেজমেন্টের আস্থা ছিল। আর সেই আস্থার প্রতিদান কিছুটা হলেও দিয়েছেন ভারত ম্যাচে।

৫১ রানের ইনিংস খেলেছেন। তার চেয়েও বড় ব্যাপার, ইনিংস জুড়ে ব্যাট হাতে সাবলীল ছিলেন। আর এই ইনিংসই নিশ্চিতভাবে তামিমকে ভাল খেলার একটা রসদ জোগাবে।

জাতীয় দলের এ ওপেনারও অবশ্য সেটাই মানছেন। ক্রিকেট গণমাধ্যম ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন চলমান বিশ্বকাপ ক্রিকেট নিয়ে নিজের ভাবনার কথা। তিনি বলেন, ‘এই ইনিংসটা অবশ্যই আমাকে ভাল খেলার অনুপ্রেরণা দিবে। প্রথম ৩ টা ম্যাচ ভালো খেলতে পারিনি। তবে এই ম্যাচটাতে নিজের সেরাটা দিতে চেয়েছিলাম। টিম ম্যানেজমেন্টও আমার উপর ভরসা রেখেছিল।’

তবে ভারতের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলেও ঠিক নিজের প্রতি তৃপ্ত নন তামিম৷ জানিয়েছেন, ‘দল না জিতলে ব্যক্তিগত যে কোনো ইনিংসই মূল্যহীন হয়ে যায়। কিন্তু দল জিতলে ভালো লাগে, যেটুকুই অবদান রাখতে পারি। তবে যেটা হয়নি, সেটা নিয়ে তো আর ভেবে লাভ নেই। আমরা সামনের দিকে তাকাচ্ছি।’

আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা তিন ম্যাচ হেরে বাংলাদেশ এক প্রকার বিশ্বকাপে ব্যাকফুটেই চলে গেছে। তবে তামিম এখনও হাল ছাড়ছেন না। তাঁর মতে, বাংলাদেশের ভাল খেলার সুযোগ এখনো আছে।

এ নিয়ে তরুণ এ ওপেনার বলেন, ‘দলের সবাই চেষ্টা করছে। আজকে হয়নি, আমরা পরের ম্যাচে ফোকাস করছি। এখনও কিন্তু আমাদের খেলা শেষ হয়নি। সামনে আমাদের পাঁচটা ম্যাচ আছে। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link