পাকিস্তান দলে কোন্দল, পিসিবির অস্বীকার

হারের হ্যাটট্রিক! তবে তার চেয়েও হতাশার কারণ হয়ে দাড়িয়েছে আফগানিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত পরাজয়৷ অথচ শুরুর ২ ম্যাচ জিতে বিশ্বকাপ শিরোপা জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছিল পাকিস্তান। সেখান থেকে টানা তিন পরাজয়ে এখন রীতিমত ব্যাকফুটে বাবর আজমের দল। 

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারের ক্ষতটা কীভাবে পাকিস্তান সারিয়ে তুলবে, সেটাই এখন দেখার বিষয়৷ তবে পাকিস্তানের এমন পারফরম্যান্সে সাবেক গ্রেট কিংবা সমালোচকদের টেবিলে সমালোচনা এখন তুঙ্গে। 

এর মধ্যে আবার গুঞ্জন উঠেছে, পাকিস্তানের এই দলটায় বিরাজ করছে অন্তর্কলহ। আর সে কারণেই এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপেও নিজেদের সেরাটা দিতে পারছে না পাকিস্তান। 

এখন পর্যন্ত ২ ম্যাচ জয় পাওয়ার দুটিই এসেছে নিচু সারির দলের বিপক্ষে৷ কিন্তু এরপর বড় দলগুলোর বিপক্ষে জয় তো আসেই নি, উল্টো আফগানিস্তানের কাছে হেরে এখন সেমির দৌড়টাই কঠিন হয়ে হয়ে গেল পাকিস্তানের জন্য। 

অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমন অভিযোগ এক প্রকার উড়িয়েই দিয়েছে। তাদের মতে, দলের মধ্যে দ্বন্দ্ব, বিবাদ– এর পুরোটাই গুজব। স্কোয়াডের মাঝে কোনো ধরনের সমস্যা নেই। তাঁরা দলগতভাবে পারফর্ম করার জন্যই মুখিয়ে আছে। 

পাকিস্তানের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে যেতে এই ম্যাচটা জিততেই হবে বাবর আজমের দলকে। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে পাকিস্তান দলটাও এখন মানসিকভাবে বেশ পিছিয়ে। এখন এখান থেকে পরিত্রাণ পেতে হলে পাকিস্তানকে জয়ের ধারায় ফিরতে হবে। নাহলে ব্যর্থ এক বিশ্বকাপ যাত্রাতেই শেষ হবে পাকিস্তানের এবারের মিশন। 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link