ঘরের মাঠে বাংলাদেশের ব্যস্ত বছর!

২০২৬ সাল, বাংলাদেশের জন্য ঘরের মাঠে নিজেদের আধিপত্য ধরে রাখার বছর। একের পর এক শক্তিশালী দলের আনাগোনা হবে এ তল্লাটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, পুরো বছরজুড়ে পাঁচটি দল ছয়টি সফরে এসে খেলবে বাংলাদেশে।

২০২৬ সাল, বাংলাদেশের জন্য ঘরের মাঠে নিজেদের আধিপত্য ধরে রাখার বছর। একের পর এক শক্তিশালী দলের আনাগোনা হবে এ তল্লাটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, পুরো বছরজুড়ে পাঁচটি দল ছয়টি সফরে এসে খেলবে বাংলাদেশে। প্রতিপক্ষের তালিকায় রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তিরা। আন্তর্জাতিক সূচির পাতায় বছরটা তাই লাল কালিতে দাগ টেনে রাখার মতোই।

বছরজুড়ে ঘরের মাঠে বাংলাদেশ খেলবে মোট ৪টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ।টেস্ট ম্যাচগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, আর ওয়ানডে সিরিজগুলো সরাসরি জড়িয়ে আছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা সমীকরণের সঙ্গে। অর্থাৎ, ২০২৬ সালে ঘরের মাঠে প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের আন্তর্জাতিক বছর শুরু হবে ফেব্রুয়ারিতে, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। সেই বৈশ্বিক মঞ্চের চাপ কাটতেই দেশে ফিরেই কঠিন দ্বিপক্ষীয় চ্যালেঞ্জে নামবে টাইগাররা। মার্চ মাসে প্রথম অতিথি হিসেবে আসবে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে প্রথম দফায় হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১২, ১৪ ও ১৬ মার্চ এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে ১৭ মার্চ পাকিস্তান দল দেশে ফিরে যাবে। তবে সম্পর্ক এখানেই শেষ নয়। মে মাসে আবার বাংলাদেশে ফিরবে পাকিস্তান। এ দফায় ৮ ও ১৬ মে দুটি টেস্ট খেলবে দুই দল।

পাকিস্তান সফরের মাঝখানেই এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচগুলো হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল। এরপর ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।

জুন মাসে ঘরের মাঠে আরও বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া। ২০২১ সালের পর এই প্রথম বাংলাদেশে পা রাখবে তারা। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি গড়াবে মাঠে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫, ৮ ও ১১ জুন। টি-টোয়েন্টি সিরিজ হবে ১৫, ১৮ ও ২০ জুন।

সেপ্টেম্বর মাসে ভারতকে আথিত্য দেবে বাংলাদেশ। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি দিয়ে সাজানো এই সফর। ওয়ানডে ম্যাচগুলো হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর।

ব্যস্ত বছরটির ইতি টানবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। ১৮ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয়রা। ২২ অক্টোবর থেকে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২৮ অক্টোবর প্রথম এবং ৫ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link