স্মৃতি মান্দানার বিয়ে ঘিরে রহস্যের জটলা!

ঢাক-ঢোল পিটিয়ে আয়োজন করেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ভারতীয় নারী দলের ক্রিকেটার স্মৃতি মান্দানার। সব কিছু ঠিকই চলছিল, তবে বিয়ের দিন বাবার অসুস্থতায় মালা-বদল হয়নি স্মৃতি আর পলাশ মুছালের। এরপর থেকেই শুরু হয় নতুন বিতর্ক, স্মৃতির বিশ্বাস নাকি ভেঙেছেন প্রেমিক পলাশ।

জাকজমকের মঞ্চটা তৈরিই ছিল। ঢাক-ঢোল পিটিয়ে আয়োজন করেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ভারতীয় নারী দলের ক্রিকেটার স্মৃতি মান্দানার। সব কিছু ঠিকই চলছিল, তবে বিয়ের দিন বাবার অসুস্থতায় মালা-বদল হয়নি স্মৃতি আর পলাশ মুছালের। এরপর থেকেই শুরু হয় নতুন বিতর্ক, স্মৃতির বিশ্বাস নাকি ভেঙেছেন প্রেমিক পলাশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে আগ্রহটা কম ছিল না। উৎফুল্ল ছিলেন স্মৃতিও। এরপর বিয়ের দিন বাবা এবং হবু স্বামী একসাথে অসুস্থ হয়ে পড়ায় ভেস্তে যায় সবকিছু। রহস্যের শুরুরটা সেখান থেকেই।

হঠাৎ করে স্মৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব ছবি ও ভিডিও সরিয়ে দেন। শুরু হয় কাটাছেঁড়া। তবে কি বিয়েটা পাঁকাপাকি ভাবেই ভেস্তে গেল, এমন সংশয়ের সূচনা হয় সবার মনে।

ভারতের বেশ কিছু গণমাধ্যমের দাবি, পলাশ মুছাল অন্য একজন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এমনই খবরের প্রেক্ষিতে কিছু স্ক্রিনশটও ফাঁস হয়েছে, যেখানে দেখা যায় পলাশ এবং ওই নারীর মধ্যে কথোপকথন।

মূলত ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করতে হয় স্মৃতির। কখনো দেশে, কখনো বাইরে, একারণেই দুজনের সম্পর্কের নাকি চিড় ধরেছে। ফাঁস হওয়া স্ক্রিনশটের মাধ্যমে পলাশ এটাই বোঝাতে চেয়েছেন। এমনকি, ওই নারীর সাথে দেখা করতে চেয়েছেন একান্তে।

তাই তো জোরালো ভাবেই গুঞ্জন ওঠে সম্পর্কের ইতি টেনেছেন স্মৃতি। একারণেই বিয়ে নিয়ে তৈরি হয়েছে সংশয়, ছবি ও ভিডিও সরিয়ে নেওয়ার কারণও হয়তো এটাই। অবশ্য দুজনেই এখনও কেউ কোন মন্তব্য করেননি, তবে এটা যে রহস্যের জট পাকিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link