সব শিরোপা জয়ের দিনে উৎসব হয় না

চ্যাম্পিয়ন বাংলাদেশের। অথচ সেই অর্জনের ঢেউ বয়ে গেল না সারা দেশে। হবে কি করে, দেশ জুড়ে বাজছে করুণ এক বিউগলের সুর।

জরা, যন্ত্রনা এই পৃথিবীর অংশ। নিরাপদ নয় কেউ। এক মিনিটের নাই ভরসা। এর মধ্যে ফুটবল তো রীতিমত রঙ তামাশা। সেখানে জিতল বাংলাদেশের মেয়েরা, উড়িয়ে দিল নেপালকে।

সাগরিকা হ্যাটট্রিক করলেন, প্রতিপক্ষের বুক চিড়ে করলেন একের পর এক গোল। কি ভাগ্য, কি নির্মম পরিহাস! সেই একই দিনে উজাড় হয়ে গেছে কত মায়ের বুক, কত বাবা কাতর হয়ে খুঁজছেন কোলের মানিককে।

সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ। ৪-০ গোলের বড় জয় বাংলাদেশের। অনুমিত জয়। চ্যাম্পিয়ন বাংলাদেশের। অথচ সেই অর্জনের ঢেউ বয়ে গেল না সারা দেশে। হবে কি করে, দেশ জুড়ে বাজছে করুণ এক বিউগলের সুর। এই মৃত্যু উপত্যকা কি সত্যি আমার দেশ? এই প্রশ্নের জবাব দেবে কে?

ক্রীড়াঙ্গনের জয় পরাজয় থাকবেই। কিন্তু, কিছু জয়ের দিনে জয় করা যায় না। কিছু জয়ের দিনে হেরে যেতে হয় জীবনের যুদ্ধে। কিছু, ট্রফি তুলে ধরার দিনে কোনো আনন্দ হয় না।

কোনো একদিন পুরো দেশ হাসবে এক সাথে। এই জনপদের সবাই একসাথে উদযাপন করবে বিজয়ের মুহূর্তে। সবাই একসাথে চিৎকার করবে, দেশের হয়ে। সেখানে কোনো যন্ত্রনা থাকবে না, থাকবে না কোনো আর্তনাদ। সেদিন শুধুই উৎসব হবে।

আজ যারা সন্তানহারা হয়েছেন, যারা পাঞ্জা লড়ছেন জীবনের সাথে তাঁদের জন্য আজকের এই উদযাপনটা তোলা থাক। দেখা হবে সুন্দর ও নিরাপদ কোনো এক পৃথিবীতে। এই শোক ভারাক্রান্ত রাতে শুধু সেই সুন্দর দিনের প্রত্যাশা করাটাই সম্বল।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link