জয়সওয়ালের হ্যাটট্রিক ক্যাচ মিস, ম্যাচ থেকেই ছিটকে গেল ভারত!

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সর্বোচ্চ রান চেজ করার রেকর্ডটাও অজিদের। সেই ১৯২৮ সালে ৩৩২ রান চেজ করার অমর কীর্তি গড়েছিল তারা। অজিদের বর্তমান লিড ছাড়িয়ে গেছে তাও, বর্তমানে তাদের লিড ৩৩৩। এছাড়াও এমসিজিতে বিগত ৭০ বছরে সর্বোচ্চ রান চেজ হয়েছে মোটে ২৫৮।

যশস্বী জয়সওয়ালের হাতের ফাঁক দিয়েই ম্যাচ বের করে নিচ্ছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে চর্তুথ টেস্টে অজিদের দ্বিতীয় ইনিংসে, একাই যে ছেড়েছেন তিনটি সহজ ক্যাচ। এতেই ৩৩৩ রানের বিশাল লিড নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে লড়াইটা হচ্ছে সমানে সমান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াইয়ে ১-১ সমতায় শুরু হয়েছিল সিরিজের চর্তুথ টেস্ট। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪০৯ এর জবাবে ব্যাট করতে নেমে সকালে ৩৬৯ রানে থামে ভারতের প্রথম ইনিংস।

১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুতেই আবারও জাসপ্রিত বুমরাহর পেস ঝড়ের মুখে পড়ে। ইনিংসের তিন নম্বর ওভারের শেষ বলে লেগ-গালি অঞ্চলে সহজ ক্যাচ তুলে দেন উসমান খাজা। সহজ ক্যাচ ছেড়ে দেন জয়সওয়াল। এরপরে সিরাজের বলে আউট হবার আগে আরও ১৯ রান যোগ করে যান তিনি। দলকে এনে দেন মজবুত ভিত্তিও।

তবে ড্রিংকস ব্রেকের আগে আবারও বুমরাহর পেস তাণ্ডবে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়া। ৮০ রানে দুই উইকেট থেকে ৯১ রানে নেই ৬ উইকেট। ১১ বলে তিন উইকেট হারিয়ে প্রচণ্ড বিপাকেই পড়ে যায় তখন অস্ট্রেলিয়া। কিন্তু ইনিংসের ৩৯.২ ওভারেই আকাশ দীপের বলে সহজ ক্যাচ তুলে দেন মার্নাস লাবুশেন।

এযাত্রায়ও জয়সওয়ালের হাত ফসকে বেরিয়ে যায় বল। ওভার আটেক পরে আবারও একই ভুল। এবার অজি অধিনায়ক প্যাট কামিন্সের ক্যাচ ফেলে দেন তিনি। তখন মাত্র ২১ রানে ব্যাট করছিলেন কামিন্স। এভাবেই ক্যাচ মিসের হ্যাটট্রিক সম্পন্ন করেন জয়সওয়াল।

তবে সুযোগের সদ্ব্যবহার করতে ভুলেননি কামিন্স, লাবুশেনরা। ধুঁকতে থাকা অস্ট্রেলিয়াকে টেনে তুলেন তারা। সিরাজের বলে এলবিডব্লুর ফাঁদে কাটা পড়ার আগে লাবুশেন ৭০ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে গেছেন। যদিও ফিফটি মিস করেছেন কামিন্স, তিনি ফিরেছেন ৪১ রানের কার্যকরী ইনিংস খেলে।

এতেই বড় সংগ্রহের পথে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। শেষ সেশনে পুরনো বলের সুবিধা নিয়ে টেল এন্ডাররাও ব্যাট হাতে অবদান রেখেছেন। নাথান লিঁও দিনশেষে অপরাজিত আছেন ৪১ রানে। বোল্যান্ডের সাথে দশম উইকেটে গড়েছেন অপরাজিত ৫৫ রানের জুটি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সর্বোচ্চ রান চেজ করার রেকর্ডটাও অজিদের। সেই ১৯২৮ সালে ৩৩২ রান তাড়া করার অমর কীর্তি গড়েছিল তারা। অজিদের বর্তমান লিড ছাড়িয়ে গেছে তাও, বর্তমানে তাদের লিড ৩৩৩। এছাড়াও এমসিজিতে বিগত ৭০ বছরে সর্বোচ্চ রান চেজ হয়েছে মোটে ২৫৮।

তিনটে সহজ ক্যাচ মিসে অজিদের দলীয় খাতায় যুক্ত হল অতিরিক্ত ৭০ বা ৮০ রান। এতেই হয়ত ম্যাচ থেকে ছিটকে গেল ভারত। ফিকে হয়ে আসল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নটাও। এখান থেকে ঘুরে দাঁড়াতে যে অসম্ভবকেই সম্ভব করতে হবে ভারতকে। তিনটা ক্যাচ মিসের মাশুল কি এত বড়ই হতে যাচ্ছে তবে!

Share via
Copy link