দুইটি বিমার। বোলিং থেকে বিতাড়িত হলেন শাহীন শাহ আফ্রিদি। অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে পাকিস্তানি খেলোয়াড়দের দুর্দিনের চূড়ায় এখন শাহীন শাহ আফ্রিদি। বিগ ব্যাশ অভিষেকে বোলিংয়ে দুর্বিষহ দিন কাটালেন পাকিস্তানের প্রিমিয়াম পেসার। ব্রিসবেন হিটের জার্সিতে নিজের বোলিং কোটাও পূরণ করতে পারেননি আফ্রিদি।
ব্রিসবেন হিটের জার্সিতে খেলতে নেমেছিলেন শাহীন আফ্রিদি। তার বিপরীতে ছিলেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। মেলবর্ন রেনেগেডসের হয়ে প্রথমে ব্যাট করতে নেমে রিজওয়ানও হয়েছেন ব্যর্থ। রেনেগেডসের ২১২ রানের বিশাল সংগ্রহে রিজওয়ানের অবদান ১০ বলে মাত্র চার রান।

তার ব্যাটিং ব্যর্থতা পুষিয়ে দিতে চেয়েছিলেন স্বদেশী সতীর্থ শাহীন শাহ আফ্রিদি। এদিন বেধম প্রহার নিদারুণ বাস্তবতার চপেটাঘাত খেয়েছেন বা-হাতি পেসার। স্রেফ ২ ওভার ৪ বল করে তিনি রান বিলিয়েছেন ৪৩টি। থেকেছেন উইকেটশূন্য। ব্যর্থতার ষোলকলা পূর্ণ হয় তার ছোড়া তিনটি বিমারে।
ব্যক্তিগত তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন তিনি ইনিংসের ১৮ তম ওভারে। ততক্ষণে তার নামের পাশে যুক্ত হয়ে গেছে দুই ওভারে ২৮ রান। তৃতীয় ওভারের প্রথম বলে ছক্কা হজম করে শাহীন আফ্রিদি। সেখানেই বরং নিজের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ওই ওভারে দুইটি বিমার ছোড়েন পাকিস্তানের পেস আক্রমণের সেনাপতি।

অগ্যতা নিজের ওভার পূর্ণ করার সুযোগ আর দেওয়া হয়নি শাহীন আফ্রিদিকে। ২.৪ ওভারেই থেমে যায় তার বোলিংয়ের যাত্রা। এর আগে বাবর আজমও সিডনি সিক্সার্সের জার্সিতে ব্যর্থ হয়েছেন। পাঁচ বলে দুই রানে আউট হয়েছিলেন তিনি। কিন্তু বাবর কিংবা রিজওয়ানের ব্যর্থতা শাহীনের মত ততটাও দৃষ্টিকটু নয়।











