আইপিএলের আদলে মোবাইল গেম

ক্রিকেটের মতোই এখন গুরুত্ব পাচ্ছে মোবাইল গেম—ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, সংক্ষেপে বিজিএমআই। ভারতে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই গেমকে ঘিরে ভিন্ন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। বিজিএমআই-কে ঘিরেই তৈরি হচ্ছে এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট—যেটা আয়োজিত হবে একেবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে।

ক্রিকেটের মতোই এখন গুরুত্ব পাচ্ছে মোবাইল গেম—ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, সংক্ষেপে বিজিএমআই। ভারতে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই গেমকে ঘিরে ভিন্ন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। বিজিএমআই-কে ঘিরেই তৈরি হচ্ছে এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট—যেটা আয়োজিত হবে একেবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে।

ভারতে গেমিং ইন্ডাস্ট্রি সবসময় জনপ্রিয়তার তুঙ্গে ছিল। বিভিন্ন আন্তর্জাতিক গেমিং আসরে ভারতীয় গেমারদের দাপট, ইউটিউব এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মে তাদের জনপ্রিয়তা—সব মিলিয়ে এক বৈপ্লবিক পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে দেশটির গেমিং সেক্টর। আর এবার এই বিপ্লবকে আরও বাণিজ্যিক এবং কাঠামোগত করে তুলতেই নেওয়া হচ্ছে এই বড় পদক্ষেপ।

বিজিএমআই ফ্র্যাঞ্চাইজি লিগটি হতে যাচ্ছে একেবারেই আইপিএলের মতোই। দল মালিকানা কেনা, স্পন্সরশিপ, প্লেয়ার ড্রাফট—সবকিছুতেই থাকছে আইপিএলের ছাপ।

বিজিএমআইতে আগে থেকেই দল ছিল। তবে এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সৃষ্টি হতে পারে নতুন দল। অথবা ফ্রাঞ্চাইজি নিজেদের অর্থের সর্বোচ্চ ব্যবহার করে আগের যেকোন দলের সবাইকেই নিতে পারে নিজেদের দলে। এই লিগটি তাই তো ভারতের ই-স্পোর্টস সেক্টরে নতুন ধারা তৈরি করবে তা বলাই যায়।

ভারত জনপ্রিয়তা বুঝতে পারে এবং কাজেও লাগাতে পারে বাণিজ্যিকভাবে। যেখানে আমাদের বাংলাদেশ অনেকটা পেছনে। ই-স্পোর্টসকেও যে বাণিজ্যিকীকরণ করা সম্ভব, তা বুঝতে পেরেই এমন নতুনত্ব আসছে ভারতে।

ক্রিকেট, ফুটবল কিংবা টেনিস—সব খেলারই নিজস্ব ফ্যানবেস আছে। তবে গেমিংও পিছিয়ে নেই। এটা এখন আর কেবল সময় কাটানোর মাধ্যম নয়, বরং উন্মুক্ত করছে সম্ভাবনার দিগন্তও।

তাই বলা যায়, গেমিং এখন অবসরের গণ্ডি পেরিয়ে একটা নতুন ধারা আনতে চলছে। আর বিজিএমআই-এর ফ্র্যাঞ্চাইজি লিগ হতে যাচ্ছে সেই নতুন যুগের এক অনন্য সূচনা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link