রোহিত-কোহলিদের বিষাদমাখা প্রত্যাবর্তন!

রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তনটা হলো বিষাদমাখা। ব্যাট হাতে ব্যর্থতার পর দলের হার দেখল দুজনেই, ভারতের স্মরণীয় দিনটা শেষ হলো হতাশায়।

রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তনটা হলো বিষাদমাখা। ব্যাট হাতে ব্যর্থতার পর দলের হার দেখল দুজনেই, ভারতের স্মরণীয় দিনটা শেষ হলো হতাশায়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটাকে একপেশে বানিয়েই জিতল অস্ট্রেলিয়া।

পার্থে টসে জিতে স্বাগতিকরা বেছে নিয়েছিল ফিল্ডিংটা। ওপেনিংয়ে তরুণ শুভমান গিলের সাথে নামলেন রোহিত শর্মা। তবে ফেরার দিনটা রাঙানো হলো না তাঁর, বিদায় নেন মাত্র আট রান করেই। বিরাট কোহলিও প্রত্যাবর্তনের দিনে প্রত্যাশার প্রদীপ হয়ে আলো ছড়াতে পারলেন না। রানের খাতা খোলার আগেই ফিরে গেলেন সাজঘরে।

অজি পেস আক্রমণের সামনে টপ অর্ডারের সবাইকে হারিয়ে তখন দিশেহারা ভারত। শ্রেয়াস আইয়ার আর অক্ষর প্যাটেল মিলে প্রতিরোধ গড়ে তোলার আগেই হানা দিল বৃষ্টি। দফায় দফায় বৃষ্টির দাপটে শেষমেশ খেলা গড়াল মাত্র ২৬ ওভারে।

ভারতের শুকিয়ে যাওয়া স্কোরবোর্ডে রসদ জোগালেন অক্ষর এবং কে.এল. রাহুল। অক্ষরের ৩১ আর রাহুলের ব্যাট থেকে আসা ৩৮ রান কোনমতে রক্ষা করল ভারতের মান। শেষদিকে নিতীশ কুমার রেড্ডির ১৯ রানে ভর করে ভারত তোলে ১৩৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ট্রাভিস হেডকে হারিয়ে বসে অস্ট্রেলিয়া। আর্শদীপ সিংয়ের শিকার হয়ে থামেন আট রানে। পরের উইকেট পেতে ভারতের অপেক্ষা করতে হয় বেশ কিছু সময়। দলীয় ৪৪ রানের মাথায় যবনিকা পতন ঘটে ম্যাথু শর্টের। তাতেও অবশ্য অজিদের খুব একটা ক্ষতি হয়নি।

মিচেল মার্শ এবং জশ ফিলিপের জুটিতেই অনেকটা নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। ৩৭ রানে ফিলিপ ফিরে গেলেও মার্শের ৪৬ আর ম্যাট রেনশয়ের ২১ রানে ভর করে সাত উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।

ভারতের জন্য দিনটা সুখকর ছিল না, সেই সাথে গিলের ওয়ানডে অধিনায়কত্বের সূচনাটাও শুভ হলো না। ঘরের মাঠে প্রতাপশালী অস্ট্রেলিয়া দেখালো তাদের শক্তিমত্তা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link