Social Media

Light
Dark

বাদশাহ বাবরের মুকুটে নতুন পালক

পাকিস্তান দলপতি বাবর আজমের মুকুটে যুক্ত হলো নতুন এক পালক। আন্তর্জাতিক ক্যারিয়ারে টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর ব্যক্তিগত মোট রান ৪০০০ ছুয়েছে। প্রতিবারই ধারাবাহিক পারফর্ম্যান্সের প্রমাণ রেখে যাচ্ছেন বাবর আজম।

ads

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে এই কীর্তি গড়েন বাবর আজম। তাঁর সামনে এখন শুধু একজনই রয়েছেন, বিরাট কোহলি। ভারতের এই ব্যাটারের মোট রান ৪০৩৭। বরাবরের মতোই এখানেও বাবর-কোহলির নীরব লড়াই চলমান।

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচে ২২ বলে করেন ৩৬ রান। যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬৩ এর কোঠায়। আর বাবরের সেই ইনিংসে ছিল ৫ টি চার এবং একটি ছক্কার মার। প্রথমে ধীর গতিতে খেললেও সময়ের সাথে সাথে বাবর হাত খুলে খেলতে শুরু করেন। জোফরা আর্চারের ওভার থেকে দুই বাউন্ডারির সাথে আদায় করেন মোট ১২ রান।

ads

তবে তাঁর ইনিংস বেশি দীর্ঘ করতে পারেননি বাবর। আর্চারের ঐ ওভারের শেষ বলে ক্যাচ তুলে দেন আদিল রশীদের হাতে। পাকিস্তান দলপতির সেই ক্যাচ লুফে নিতে ভুল করেননি আদিল। তবে ২২ গজ ছাড়ার আগে মোহাম্মদ রিজওয়ানের সাথে ৫৯ রানের ওপেনিং জুটি গড়ে তোলেন পাকিস্তান দলপতি।

শাহীন শাহ আফ্রিদির পরিবর্তে বাবর আজমকে অধিনায়কের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর বাবর সেই আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন নিয়মিতভাবেই।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর কয়েকদিন।তাইতো আসন্ন বিশ্বকাপেও বাবরের কাছ থেকে এমনই সব অসাধারন পারফরম্যান্স দেখতে চাইবে বাবর ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link