হাসান মুরাদের স্মরণীয় টেস্ট অভিষেক

এই যাত্রা দীর্ঘায়িত হবে, তাইজুলের উত্তরসূরী তিনি হয়ে উঠবেন, সে সম্ভাবনার আলোই প্রজ্জ্বোলন করে গেলেন হাসান মুরাদ।

নিজের অভিষেক টেস্ট ম্যাচেই বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিলেন হাসান মুরাদ। বা-হাতি স্পিনারদের মধ্যে অভিষেকে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করলেন তরুণ এই স্পিনার। ক্যারিয়ারের প্রথম ফাইফারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন তিনি। তবে দুভাগ্যক্রমে রেকর্ডের সেই অধ্যায়ে নিজের নামটি তিনি যুক্ত করতে পারেননি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট শিকার করেছেন হাসান মুরাদ। এর আগে প্রথম ইনিংসেও তিনি নিয়েছিলেন দুইটি উইকেট। তবে অভিষেক টেস্টে নিজের একটা আলাদা জায়গা ইতোমধ্যে তৈরি করে ফেলেছেন মুরাদ। দুই ইনিংসেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিয়েছেন বা-হাতি এই স্পিনার।

প্রথম ইনিংসে কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকারের জমাট জুটিতে ফাঁটল ধরান হাসান মুরাদ। এমনকি আয়ারল্যান্ডের পক্ষে মিডল অর্ডারের কাণ্ডারি হওয়া ওই দুইজনকেই প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি। একই রকমভাবে তিনি দ্বিতীয় ইনিংসেও ব্রেকথ্রু এনে দিয়েছেন।

নবম উইকেট জুটিতে জর্ডান নেইল ও ব্যারি ম্যাকার্থি কালক্ষেপণ করছিলেন। সিলেট টেস্টে বাংলাদেশের জয় ছিল অবধারিত। নেইল ও ম্যাকার্থির ৫৬ বলে ৫৪ রানের জুটি, বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয় পাওয়ার সম্ভাবনাকে স্তিমিত করছিল সময়ের সাথে সাথে। সেই জুটিতেও ফাঁটল ধরিয়েছেন হাসান মুরাদ।

এছাড়া আগের ইনিংসে শিকার করা টাকার ও ক্যাম্ফারকে ছাড় দিলেন না দ্বিতীয় ইনিংসে। তাদেরকে আবারও দেখিয়েছেন সাজঘরে ফেরার রাস্তা। তাতে করে বা-হাতি বাংলাদেশি স্পিনার হিসেবে অভিষেকে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক এখন হাসান মুরাদ। ছয় খানা উইকেট নিয়ে তিনি ছাপিয়ে গেছেন তাইজুল ইসলামের মত কিংবদন্তিকে। মুরাদের উপরে রয়েছেন স্রেফ ইলিয়াস সানি। অভিষেকে সানি দুই ইনিংস মিলিয়ে শিকার করেছিলেন ৭ উইকেট।

আর একটি উইকেট পেলেই মুরাদ বনে যেতে পারতেন যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি। এছাড়া টেস্ট অভিষেকে বাংলাদেশের পক্ষে যৌথভাবে ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ে ফেলেছেন হাসান মুরাদ। প্রথম ফাইফারের আক্ষেপ ভুলে তিনি অভিষেকে দারুণ পারফরমেন্সের আনন্দে মেতে উঠেছেন। এই যাত্রা দীর্ঘায়িত হবে, তাইজুলের উত্তরসূরী তিনি হয়ে উঠবেন, সে সম্ভাবনার আলোই প্রজ্জ্বোলন করে গেলেন হাসান মুরাদ।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link