যদি কোন ব্যস্ততা না থাকে তবে চলতি বছরের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই বিষয়টি আজ (৩০ জুন) নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
২০১৯ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। এর পর করোনা মাহামারীর কারণে আর মাঠে নামা হয়নি ‘এ’ দলের। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সাথে প্রায় চার পাঁচ মাস আলোচনা করে এই সফরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
তবে সিরিজটি কোন ফরম্যাটে অনুষ্ঠিত হবে এটা এখনো চূড়ান্ত করেনি দুই বোর্ড। আকরাম খান জানিয়েছেন ক্রিকেটারদের প্রস্তুতির কথা মাথায় রেখে লঙ্গার ভার্শনে এই সিরিজটি আয়োজনের চেষ্টা করছেন তাঁরা।
তিনি বলেন, গত চার পাঁচ মাস হলো আমরা শ্রীলঙ্কায় ‘এ’ দলের সফর নিশ্চিত করার চেষ্টা করছিলাম। সম্প্রতি ওরা এই সফরটি নিশ্চিত করেছে, যদি আমাদের কোনো তেমন ব্যস্ততা না থাকে তবে ওরা আমাদের নভেম্বরে সময় দিয়েছে। ইনশাআল্লাহ নভেম্বরে ‘এ’ দল শ্রীলঙ্কা সফরে যাবে। লঙ্গার ভার্শন বেশি গুরুত্ব পাবে।
সর্বশেষ বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলে ছিলেন বাংলাদেশ টাইগার নামে একটি ছায়া দল তৈরি করা হবে। যেখানে সুযোগ পাবেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। আকরাম খান জানিয়েছেন শ্রীলঙ্কা সফরের সাথে ছায়া দল সম্পৃক্ত থাকবে না।
আকরাম খান বলেন, ‘যারা জাতীয় দলে খেলে না এটা তাদের জন্য বড় সুযোগ, বড় দলের বিপক্ষে খেলার। তাই লঙ্গার ভার্শনের চেষ্টা করবো। ছায়া দলের সাথে এটার কোনো সম্পর্ক নেই।’
করোনা ভাইরাসের কারণে গত বছরের মার্চে সব ধরণের ক্রিকেট বন্ধ হয়ে যায়। স্থগিত হয়ে যায় জাতীয় দলের সব সিরিজ। করোনা মাহামারীতে মাঠে গড়ায়নি ঘরোয়া লিগ গুলোও। গত বছরের শেষের দিকে দুটি ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে মাঠে ফেরে ক্রিকেট। আর চলতি বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ।
এর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়। তার আগে আয়ারল্যান্ড উলভসের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলে বাংলাদেশ ইমার্জিং দল। তবে কোন সিরিজ খেলতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। এই সিরিজ দিয়েই মাঠে ফিরবে ‘এ’ দল।