অবিশাস্য রেকর্ডের পাতায় অভিজ্ঞান কুন্ডুর নাম

দূর্দান্ত ইনিংস খেলে যুব ওয়ানডের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি বনে গেছেন অভিজ্ঞান। তার অনবদ্য ইনিংসের ফলশ্রুতিতে ৩১৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারত। 

আবারও একটা খর্বশক্তির বোলিং আক্রমণের বিপক্ষ জ্বলে উঠল ভারতের যুবারা। ৪০৭ রানের বিশাল সংগ্রহ গড়ে পাহাড় সমান ব্যবধানে জিতেছে তারা মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। যার সিংহভাগের থেকেও বেশি কৃতীত্ব অভিজ্ঞান কুন্ডুর। সেই সাথে উইকেটরক্ষক এই ব্যাটারের নামটি রেকর্ডের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে।

যুব ওয়ানডে ইতিহাসে, স্রেফ দ্বিতীয় ব্যাটার হিসেবে দ্বিশক হাঁকিয়েছেন অভিজ্ঞান কুন্ডু। মালয়েশিয়ার বোলারদের তুলোধুনো করে তিনি বনে গেছেন ভারতের প্রথম ব্যাটার। দুর্ধর্ষ ব্যাটিংয়ে তিনি পার্থক্যটা স্পষ্ট করে দিয়েছেন। সতীর্থ সুরিয়াভানশির গড়া এবারের যুব এশিয়া কাপের রেকর্ডটাও ভেঙে দিয়েছেন।

চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭১ রান করেছিলেন বিস্ময়বালক সুরিয়াভানশি। কিন্তু এক ম্যাচ যেতে না যেতে অভিজ্ঞান নব বিস্ময়ের জন্ম দিলেন। তার ব্যাটিং দক্ষতা ছড়িয়েছে মুগ্ধতা। ১২৫ বলের ইনিংসটি শেষ হয়েছে ২০৯ রানে। দলীয় ইনিংস শেষ হওয়ার আগে পর্যন্ত তিনি থেকেছেন অপরাজিত।

রেকর্ড গড়া এই ইনিংসে তিনি নয়টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। সাথে আছে আরও ১৭টি বাউন্ডারি। তার অনবদ্য ইনিংসের কল্যাণেই দ্বিতীয় দফা এই টুর্নামেন্টে ৪০০ রানের গণ্ডি ছাড়িয়েছে ভারত। ভেদান্ত ত্রিভেদির সাথে অভিজ্ঞানের ২০৯ রানের জুটিই ভারতকে এত বিশাল সংগ্রহের পথটা পরিষ্কার করে দিয়েছে।

এই দূর্দান্ত ইনিংস খেলে যুব ওয়ানডের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি বনে গেছেন অভিজ্ঞান। এর আগে দক্ষিণ আফ্রিকান ব্যাটার জোরিচ ভ্যান শ্যালউইক যুব ওয়ানডেতে ২০০ রান করেছিলেন। এখন অবধি তার করা ২১৫ রানের ইনিংসটি অক্ষত আছে, তার অবস্থান এখনও সবার উপরে। তার অনবদ্য ইনিংসের ফলশ্রুতিতে ৩১৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারত।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link