বিশ্বাস করুন, গলি থেকে রাজপথের এর চেয়ে ভাল উদাহরণ আর হতে পারে না। গলির ক্রিকেট থেকে সরাসরি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ঠাঁই পেলেন অভিষেক কুমার দালোর। তাঁকে নিয়েছে খোদ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। অমিতাভ বচ্চনের দল থেকে তিনি এখন কিং খানের দলে।
হরিয়ানার আম্বালা শহরের অলিগলি, রোদে পোড়া মুখ, হাতে টেনিস বল — অভিষেক কুমার দালোরের জীবন ছিল এমনই। কেকেআর তখনও তাঁর জন্য স্বপ্নের চেয়েও অনেক দূরে। কে জানত, স্ট্রিট প্রিমিয়ার লিগে লোহার মত বল করা সেই হাত একদিন রিঙ্কু সিংয়ের প্যাড পাশ কাটিয়ে ঢুকবে ইডেন গার্ডেন্সে।
আইএসপিএল — ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। সেখানে মাঝি মুম্বাইয়ের হয়ে যিনি বল আর ব্যাট হাতে রাজত্ব করেছেন, তিনি-ই এখন কেকেআরের নেট বোলার — গলি ক্রিকেটের পেস বিস্ময় অভিষেক।
অমিতাভ বচ্চনের দলে খেলতেন অভিষেত। দামের দিক থেকেও আইএসপিএলের সবচেয়ে দামি তারকা। প্রথম মৌসুমে ৩২৪ রান, ৩৩ উইকেট, সেরা ক্রিকেটার। দ্বিতীয় মৌসুমে সেরা বোলার। মাঝি মুম্বাইকে একা হাতে চ্যাম্পিয়ন করেছেন।
এবার তিনি আসছেন নাইটদের রাজত্বে। না, এখনও সোনালি-বেগুনি জার্সি গায়ে ম্যাচ খেলছেন না। তবে এ তো কেবল শুরু! রিঙ্কু, রাহানে, ভেঙ্কটেশদের ঠিক সামনে দাঁড়িয়ে তাঁর বল স্পিড গান ছুঁবে ১৪০ পেরোনো গতিতে। আর কে জানে, এখান থেকেই যদি আরেক বোলিং গ্রেটের জন্ম হয়?
আম্বালার গলিতে গলিতে আজ উৎসবের মেজাজ। কে বলবে, এই ছেলেটার ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল টেনিস বলের ম্যাচে! এখন তাঁর বল মেপে দেখবে আইপিএলের ক্যামেরা, তার লাইন-লেংথ নিয়ে আলোচনায় বসবে কেকেআরের সাপোর্ট স্টাফ। আগামীকাল হয়তো সবাই বলবে গলির সেই ছেলেটাই এখন কেকেআরের স্নাইপার!