রেকর্ড বুকে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করে রাখলেন অভিষেক শর্মা। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে পাঞ্জাবের এই ব্যাটার ২৮ বলেই করেছেন সেঞ্চুরি। টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ মেঘালয়ের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে যৌথভাবে ভারতের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক বনে গেছেন তিনি।
পুরো আসর জুড়েই নিজের ছায়া হয়েই ছিলেন তিনি। গতকালের ম্যাচের আগে ছয় ইনিংসে এক অর্ধশতক সহ করেছিলেন মোটে ১৪৯ রান। তবে প্রত্যাবর্তনের গল্পটা লিখলেন ইতিহাস বদলেই। মেঘালয়ের দেওয়া ১৪৩ রানের টার্গেটে যেন ২২ গজে ব্যাট হাতে ঝড় তুললেন তিনি। সেঞ্চুরি করতে মাত্র খেলেছেন ২৮টি বল। ২৯ বলে ১০৬ রানের টর্নেডো ইনিংসটায় ছিল আর আটটা বাউন্ডারি আর ১১টা ছক্কা মার। ফলে মাত্র ৯.৩ ওভারেই ম্যাচ জিতে যায় পাঞ্জাব।
চলতি বছরই সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি করে চারদিকে হইচই ফেলে দিয়েছিল গুজরাটের উরভিল প্যাটেল। তবে তার রেকর্ডটা স্থায়ী হতে পারল না বেশিদিন, বাঁহাতি অভিষেকের বিধ্বংসী ব্যাটিং তাকেও এনে ভিড়িয়েছে এই এলিট লিস্টে। এর আগে এই গৌরবের মালিক ছিলেন আরেক বিধ্বংসী ব্যাটার ঋষাভ পান্তের, ২০১৮ সালে ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
যদিও এটি টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি নয়, ২০২৪ সালেই সাইপ্রাসের বিপক্ষে সাইল চৌহানের ২৭ বলে সেঞ্চুরিই আপাতত বিশ্বরেকর্ড। তবে যেভাবে অভিষেক আগাচ্ছেন তাতে কতদিন এই রেকর্ড টিকতে পারে সেটিই এখন দেখার বিষয়।
কেননা এক পঞ্জিকাবর্ষে সবেচেয়ে বেশী ছক্কা মারার রেকর্ড তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন, ভাঙলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সুরিয়া কুমার যাদবদের ২০২২ সালে ৪১ ম্যাচে ৮৫টা ছয় মারার রেকর্ড। চলতি বছরে ৩৮ ইনিংসে মেরেছেন ৮৬টা ছক্কা। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেটটা চোখে পড়ার মতো ১৭১।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অর্ধশতকের সাথে নামের পাশে আছে স্বেঞ্চুরিও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও(আইপিএল) পিছিয়ে নেই তিনি। আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেই আছে ১৬ বলে অর্ধশতক। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক তিনিই। গত মৌসুমে আইপিএলে দুইশোর উপরে স্ট্রাইক রেটে করেছিলেন ৪৮৪ রান।
অভিষেক শর্মা এখনো পূর্ণিমার চাঁদ হয়ে ওঠেনি, তবে তার আলোয় ক্রিকেটের আকাশে নতুন ভোরের আভাস স্পষ্ট। সময়ের অপেক্ষা, তিনি হয়ত হতে যাচ্ছেন ভবিষ্যতের দিগন্তজয়ী তারকা।