একটি ওয়াইড কেড়ে নিল রংপুরের জাদেজার হ্যাটট্রিকের সুযোগ

আবু হাশিমের মত অভাগা এই তল্লাটে আর খুঁজে পাওয়া যাবে না হয়ত। টানা তিনটি লিগ্যাল ডেলিভারিতে তিনি উইকেট পেলেন তিনটি। তবুও তার হল না হ্যাটট্রিক।

আবু হাশিমের মত অভাগা এই তল্লাটে আর খুঁজে পাওয়া যাবে না হয়ত। টানা তিনটি লিগ্যাল ডেলিভারিতে তিনি উইকেট পেলেন তিনটি। তবুও তার হল না হ্যাটট্রিক। মাঝের একটি ওয়াইড বল, কেড়ে নিল হ্যাটট্রিকের স্বাদ।

এনসিএল টি-টোয়েন্টিতে রংপুরের স্পিনার আবু হাশিম এমন এক দুঃখের আগুনে পুড়ে হচ্ছেন ছাড়খার। রাজশাহীর বিপক্ষে বোলিংয়ে এসেছিলেন তিনি ইনিংসের ষষ্ঠ ওভারে। এসেই প্রথম বলে রাজশাহীর ভরসা হাবিবুর রহমান সোহানের উইকেট তুলে নেন। এরপরের বলে ওয়াইড দিয়েই তিনি গণ্ডগোল পাকান।

ওই ওভারে হাশিমের দ্বিতীয় উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফেরেন মেহেরব হাসান। ঠিক তার পরের বলেই রাজশাহীর প্রীতম কুমার একেবারে স্পষ্ট লেগ বিফোরের বলি হয়ে ফেরেন সাজঘরে।

বা-হাতি এই স্পিনারকে অবশ্য মজার ছলেই ভারতের রবীন্দ্র জাদেজার সাথ তুলনা করেন। মূলত দুইজনের বোলিং অ্যাকশন প্রায় একই। সিলেটে যখন হাশিম সৃষ্টি করছেন হাহাকার, ঠিক তখন ভারতের আহমেদাবাদে জাদেজা করছেন বাজিমাত। তবে বল হাতে দুইজনই দেখাচ্ছেন দাপট।

উইকেটের পেছনে থেকে আকবর আলী জাদ্দু বলেই সম্বোধন করে যাচ্ছিলেন হাশিমকে। শুধু অ্যাকশন নয়, আঁটসাঁট লাইন লেন্থেও হাশিম যেন রবীন্দ্র জাদেজার অবিকল প্রতিচ্ছবি। এ কারণেই এদিন তার বিরুদ্ধে হাত খোলার সুযোগও পায়নি রাজশাহী ব্যাটাররা। চার ওভার বোলিং করে মোটে সাত রান হজম করেছেন হাশিম।

এক ওভারে তিন উইকেট শিকার সহ, মোট চার উইকেট তুলে নিয়ে হাশিম রাজশাহীর রানতাড়া করে তুলেছিলেন বেশ কঠিন। এমন দারুণ বোলিং করেও হয়ত, দিনশেষে আক্ষেপের আগুনে পুড়বেন হাশিম। দোষ দেবেন ভাগ্যের, হ্যাটট্রিকটা পেয়ে গেলে কি এমন ক্ষতি হতো?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link