বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও, কালের বিবর্তনে আবু হায়দার রনি বোলিং সত্তা হারিয়ে ব্যাটিংটা পাকাপোক্ত করছেন। চলমান এনসিএলে ব্যাট হাতে ৭ ইনিংসে ব্যাট করতে নেমে, সর্বোচ্চ ব্যাটিং গড় আর সর্বোচ্চ স্ট্রাইকরেটের তালিকায় নিজের নামটা সবার উপরেই রেখেছেন রনি।
ব্যাট হাতে ৭ ইনিংসে তাঁর স্কোরগুলো হলো – ১০৭* (১০৫), ০(১), ৬০*(৩৪), ৯৭(৭৬), ২(৩), ১৪(১৪), ১৪১* (১২৭)। সর্বোপরি ৭ ইনিংসে ১০৫.২৫ গড়ে ৪২১ রান করেছেন তিনি। গড়ের তালিকায় তাই তাঁর নামটাই সবার উপরে। দ্বিতীয় অবস্থানে থাকা তানজিদ হাসান তামিমের সাথে তাঁর গড়ের পার্থক্য প্রায় ৩২।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন নয় নম্বরে। ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরেই তাঁর স্থান। টুর্নামেন্টে সর্বোচ্চ স্ট্রাইকরেটের তালিকায় সবচেয়ে উপরের নামটিই আবু হায়দার রনি। ব্যাটিং করেছেন ১১৬.৯৪ স্ট্রাইকরেটে।

সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে তাঁর ছয় হাঁকানোর দক্ষতা। এই টুর্নামেন্টে মোট ৩২টি ছক্কা হাঁকিয়েছেন রনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ টি ছক্কা হাঁকানো জিয়াউর রহমানের সাথে তাঁর পার্থক্যটাই বলে দেয় কতটা অনবদ্য ছিলেন রনি।
তবে বল হাতেও ৪ ম্যাচে ৭ ইনিংসে ১২ উইকেট নিয়েছেন রনি। যদিও বল হাতে তাঁকে অনেকটা ভুগতে দেখা গেছে। কিন্তু ব্যাট হাতে এই দারুণ পারফরম্যান্স যেন তাঁর ব্যাটিং সত্তাকে নতুন ভাবে পরিচয় করে দিচ্ছে।
আসরের মাঝেই হংকং সিক্সেস আর রাইজিং স্টার এশিয়া কাপে অংশ নিতে যাওয়ায় ৩ ম্যাচ মিস দিয়েছেন তিনি। সেখানে বল হাতে তাঁর পারফরম্যান্স যাচ্ছেতাই হলেও, ঘরে ফিরে এনসিএলে আবারও ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি। পুরো আসর খেললে বোধহয় ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরষ্কার পেয়ে যেতেই পারতেন।











