রিজওয়ানের মতে, দলে নেই কোনো কোন্দল

দলের অভ্যন্তরীণ গ্রুপিং কিংবা রাজনীতির বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দেন মোহাম্মদ রিজওয়ান।

নিন্দার সাগরে ভাসছে পাকিস্তান ক্রিকেট দল। দলের অভ্যন্তরীণ কোন্দল কিংবা রাজনীতি, কত কিছুর তকমাই পাকিস্তানের গায়ে হচ্ছে। তবে পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এসবকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন।

পেশোয়ারে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অপ্রত্যাশিত বিপর্যয় নিয়ে কথা বলেন রিজওয়ান। সমার্থকদের সমালোচনা করাটাই স্বাভাবিক বলে মনে করেন ডান হাতি ব্যাটার। তবে দলের অভ্যন্তরীণ গ্রুপিং কিংবা রাজনীতির বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দেন তিনি।

দলের কোন্দলের বিষয়ে তিনি বলেন, ‘লোকজন বলছে পাকিস্তান দলে অভ্যন্তরীণ রাজনীতি চলছে। তবে তেমনটা হলে তো, আমরা আগেও ম্যাচে হেরেছি। তাই এখন এই গ্রুপিংয়ের বিষয়টি পুরোটাই গুজব। একই দল ফাইনাল, সেমি ফাইনালে খেলেছে; এটা সত্য যে আমরা শিরোপা জিততে পারিনি।’

তিনি আরো যোগ করে বলেন, ‘যে সমালোচনা এখন হচ্ছে তা যথার্থ; কেননা আমরা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছি। যারা সমালোচনার মুখোমুখী হতে পারেননা, তাঁরা সফল হতে পারেন না। এবারের বিশ্বকাপে আমরা আমাদের পারফর্ম্যান্সে হতাশ। সেখানে পরাজয়ের অসংখ্য কারণ রয়েছে। দল যখন হেরে যায় তখন কেউ বলতে পারে না যে, দলের ব্যাটিং কিংবা বোলিং ভালো হয়েছে।’

তবে প্রতিবেদনে বলা হয়েছিল, বাবর আজমের অধিনায়কত্বে আসার আগে তাঁর গুরুদায়িত্ব ছিল দলকে গোছানো। শাহীন আফ্রিদি হতাশ ছিলেন; কেননা, তাঁর কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়েছিল। প্রয়োজনের সময় বাবর তাঁকে সহায়তা করেননি। তাছাড়া অধিনায়ক হিসেবে রিজওয়ানকে মনোনীত না করায় তিনিও অসন্তুষ্ট ছিলেন।

অবশ্য বেশ কিছু নির্ভর যোগ্য সূত্র থেকে জানা যায়, বাবরের অধিনায়কত্বের পরিবর্তন নিয়ে এখনি কিছু ভাবছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভী। কেননা, আগামী নভেম্বরেই সীমিত ওভারের সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...