ফারুকি উইল ফায়ার আপ!

চলতি বিশ্বকাপে উদ্বোধনী ব্যাটারদের জন্য আতঙ্কের নাম ফজল হক ফারুকি। তাঁর বোলিংয়ে পরাস্ত হয়েছেন বিভিন্ন দেশের সেরা সেরা ব্যাটার। নতুন বলে ফারুকির সুইংয় খেলতে রীতিমতো হিমসিম খেয়েছে বিপক্ষ দলের ব্যাটাররা।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের স্পিন সহায়ক পিচেও ১৬ উইকেট নিয়ে চলমান বিশ্বকাপে সবার উপরে আছেন ফারুকি৷ শুধু আফগানিস্তানের নয় এই বিশ্বকাপেরই সেরা বোলার ফারুকি।

উগান্ডার বিপক্ষে প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়েই নিজের বিশ্বকাপ যাত্রা শুরু করেন ফারুকি। তাঁর সুইং যেন বুঝে উঠতেই পারেননি উগান্ডার ব্যাটরা। তবে নবগত উগান্ডার ব্যাটিং ধসেই থেমে থাকেননি ফারুকি। পরের ম্যাচেই আবারও জ্বলে উঠেন তিনি।

এবার তাঁর শিকার নিউজিল্যান্ডের বাঘা বাঘা ব্যাটার। ফারুকির কাছে অসহায় আত্নসমর্পণ করেন নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটররা। তাঁর অসাধারণ বোলিং দক্ষতায় মাত্র ৭৫ রানেই ইনিংস শেষ করতে হয় নিউজিল্যান্ডকে।

বিশ্বকাপে ফারুকির বলের ধার যেন কমছিলই না। পাপুয়ানিউগিনির বিরুদ্ধেও নিজের অসাধারণ বোলিংয়ের নিদর্শন রাখেন তিনি। চার ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন ফারুকি।

সুপার এইটে উঠেও নিজের সুইংয়ে বিপক্ষ দলের ব্যাটারদের অসস্থিতে রেখেছেন ফারুকি। ভারতের বিপক্ষে অধিনায়ক রোহিত শর্মা সহ মোট তিনটি উইকেট নেন ফারুকি। যদিও ম্যাচটি হারতে হয়েছিল তাঁদের। তবে শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম ওভারেই উদ্বোধনী ব্যাটার তানজিদ তামিমের উইকেট নিয়ে জয়ের দরজাটা তিনিই খুলে দেন।

৭ ইনিংসে মাত্র ৯.৩১ গড়ে ১৬ উইকেট নিয়ে এবারের আসরের সর্বচ্চ উইকেট শিকারি বোলার ফারুকি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে ওয়ানেন্দু হাসারাঙ্গা সাথে প্রথম অবস্থানে আছেন তিনি।

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। সুপার এইটে দূর্দান্ত ফর্ম দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটার কুইন্টন ডি কক। তাই ফারুকির সাথে তাঁর লড়াই হবে দেখার মতো। আফগানিস্তান চাইবে তাঁদের সেরা বোলার যেন এই লড়াইয়ে জয়ী হয়ে ধসিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link