জয়সওয়ালের ব্যাটে কাটল ভারতের ৫১ বছরের খরা

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ছিল স্রেফ ভারতীয় ওপেনারদের আক্ষেপের গল্প। সুনীল গাভাস্কারের পর অবশেষে যশ্বসীর ব্যাটে খরা কাটল।  

সেই ১৯৭৪ সালে সর্বশেষ। এরপর দীর্ঘদিনের অপেক্ষার অবসান যশ্বসী জয়সওয়ালের হাত ধরে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ছিল স্রেফ ভারতীয় ওপেনারদের আক্ষেপের গল্প। সেই আক্ষেপের অবসান ঘটালেন প্রায় ৫১ বছর পর। সুনীল গাভাস্কারের পর অবশেষে যশ্বসীর ব্যাটে খরা কাটল।

ইংল্যান্ড সফর যেকোন দলের জন্যেই কঠিন পরীক্ষা। ওল্ড ট্রাফোর্ড ছিল আরেক আফসোসের জায়গা। ভারতীয় ওপেনারদের জন্যে এক অপয়া ভেন্যু। সেই অপয়া ভেন্যুকেই বসে আনলেন যশ্বসী জয়সওয়াল। ৫১ বছর পর ভারতীয় ওপেনার হিসেবে ম্যানচেস্টারে অর্ধশতক এলো যশ্বসীর ব্যাট থেকে।

ইংল্যান্ড যেন যশ্বসী জয়সওয়ালের প্রিয় প্রতিপক্ষ। ইংলিশদের বিপক্ষে রান করাকে নিজস্ব শিল্পকর্মে রুপান্তরিত করেছেন বা-হাতি এই ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত নয়টি টেস্ট ম্যাচ খেলেছেন যশ্বসী। এরই মধ্যে একহাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন তিনি। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে- নয় ম্যাচে আটটি পঞ্চাশোর্ধ ইনিংস।

স্রেফ লর্ডস টেস্টে তিনি ব্যর্থ হয়েছিলেন। এছাড়া চলতি ইংল্যান্ড সফরে বাকি তিন ম্যাচের কোন না কোন ইনিংসে নিদেনপক্ষে ফিফটি হাঁকিয়েছেন তরুণ এই ব্যাটার। ম্যানচেস্টার টেস্টেও নিজের দৃঢ়তা প্রদর্শন করে যাচ্ছিলেন তিনি। কে বলবে, এটাই ছিল ওল্ড ট্রাফোর্ডে তার খেলা প্রথম ম্যাচ।

সেই ম্যাচে ১০৭ বলে ৫৮ রানের একটা ইনিংস খেলে আউট হয়েছেন জয়সওয়াল। এটি ইংল্যান্ডের বিপক্ষে তার পঞ্চম ফিফটি। এছাড়াও তিনটি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি ইংলিশদের বিপক্ষে। আর তার টেস্ট ক্যারিয়ার সেরা ২১৪ রানের ইনিংসটিও এসেছিল ইংল্যান্ডের বিপক্ষে।

প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নেমে, তাই দীর্ঘদিনের খরা কাটাবেন তিনি- সেটাই তো ছিল প্রত্যাশিত। ভারতকে বেশ পোক্ত এক শুরু এনে দিয়ে তিনি দীর্ঘকাল ধরে চলা আক্ষেপের অবসান ঘটালেন। সম্ভাবনার পরিপূর্ণ মশাল হয়েই বিচরণ করে যাচ্ছেন জয়সওয়াল। আরও কতশত রেকর্ড যে তার চরণধুলি স্পর্শ করে সেটাই এখন দেখার অপেক্ষা।

Share via
Copy link